স্পর্শিয়ার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে

রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে গত শনিবার (৩০ জুলাই) । এমনটাই জানালেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। তিনি জানান, স্পর্শিয়া এখন ভালো আছেন। অপারেশনে কোনও জটিলতা তৈরি হয়নি।

এই চিকিৎসক ও মুখপাত্র বলেন, ‌‘গতকাল রাতে স্পর্শিয়ার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে। এটি করেছেন প্রফেসর ডক্টর ফিরোজ কবির। অপারেশনের পর এখন তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।’

মডেল হিসেবে ২০১১ সালে একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে নিজের নাম লেখান অর্চিতা স্পর্শিয়া। তিনি টিভি নাটকের পাশাপাশি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি এ অভিনেত্রীর ‘আইজ্যাক লিটন’ সিরিজটি বেশ আলোচিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 5 =