স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় ‌‘বঙ্গবন্ধুর খোঁজে’ পুরস্কৃত

মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে হেমন্ত সাদীকের ডকু ফিকশনধর্মী চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুর খোঁজে’।

১৫ মিনিটের এই চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করা হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, মেহেরপুরের মুজিবনগর, ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধুর বাসভবন, সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন লোকেশনে।

২৩ ফেব্রুয়ারি সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের প্রধান মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হেমন্ত সাদীকের হাতে সনদপত্র ও দুইলাখ টাকার চেক তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ও অন্যান্য পুরস্কারপ্রাপ্ত নির্মাতাবৃন্দ।

বিচারকের দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন ইউসুফ, হায়দার রিজভী, জুনায়েদ হালিম, মইনুদ্দীন খালেদ, শামীম আখতার প্রমুখ। এই আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিন শতাধিক চলচ্চিত্র থেকে শ্রেষ্ঠ দশটি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হয়।

নির্মাতা হেমন্ত সাদীক বলেন, ‘পরবর্তী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর চিত্র ঠিকভাবে এঁকে দেবার প্রচেষ্টার অংশ হিসেবে তাঁর জন্মশতবর্ষে চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নেয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান। পরে আমার সাথে তারা যোগাযোগ করলে আমি চেষ্টা করি বঙ্গবন্ধুর আদর্শ, তাঁর দর্শন পরবর্তী প্রজন্মের কাছে সহজবোধ্য করে উপস্থাপনের।’

কাহিনিকার শাওন কৈরি বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনের ক্যানভাস এত বড়, কোন দিক নিয়ে কাজ করবো তা নিয়ে দ্বিধায় ছিলাম। পরে ভাবলাম, বঙ্গবন্ধু নয়, গল্পে কাজ করি আমাদের নিয়ে। বর্তমানের সাধারণ মানুষ নিয়ে। তারা তাঁকে কোথায় রাখে, কোথায় দেখে? এই প্রশ্নের উত্তর খুঁজতে যে পথচলা, যে জার্নি; তার গল্পই তুলে ধরা হয়েছে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রে।’

মিডিয়াবাজ-এর ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইহতিশাম আহমেদ, আইরিন ইরানী, লাবণ্য লহরী রায়সহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন সমর ঢালী, সম্পাদনা ও রঙ-বিন্যাস করেছেন সাইফ রাসেল। চলচ্চিত্রটির পরিবেশক সিনেমা বাংলাদেশ।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 5 =