স্বাধীনতা দিবস স্মরণে: আফজালের উপস্থাপনায় ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই প্রতিবছর আয়োজন করে চিত্রাঙ্কন অনুষ্ঠান ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’। এবার পবিত্র মাহে রমজানের জন্য ২৬ মার্চের পরিবর্তে অনুষ্ঠানটি হবে আজ ৭ মার্চ। তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে বেলা ১১টা ৫ মিনিটে শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে বেলা ২টা পর্যন্ত। উপস্থাপনা করবেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। চিত্রাঙ্কান অনুষ্ঠানে দেশের প্রায় অর্ধশত বরেণ্য প্রবীণ ও নবীন চিত্রশিল্পী অংশ নেবেন। থাকবে শিশুদের অংশগ্রহণও। এই আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে গ্যালারী চিত্রক।

অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করবেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। আরও থাকবে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধবিষয়ক কবিতা আবৃত্তি। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলবে মহান মুক্তিযুদ্ধ নিয়ে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা ও বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমীরুল ইসলাম, শহিদুল আলম সাচ্চু ও মোস্তাফিজুর রহমান নান্টু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 1 =