বর্তমান সময়ে স্মার্টফোনের অর্থনীতি

কেবল যে স্মার্টফোন বিক্রি করেই কোম্পানিগুলো ব্যবসা সীমিত রেখেছে, তা নয়। স্মার্টফোনকে কেন্দ্র করেও বিশাল সব ব্যবসাও গড়ে উঠেছে। লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ডেলোইট বলছে, ২০২০ সালে স্মার্টফোনকে কেন্দ্র করে যে অর্থনীতি, তার পরিমাণ দাঁড়াবে ৯৪৪ বিলিয়ন ডলার। এই অর্থ হচ্ছে ৯৪ হাজার ৪০০ কোটি ডলার (১০০ কোটিতে ১ বিলিয়ন)। এর মধ্যে কেবল স্মার্টফোনের বিক্রিই হবে ৪৮৪ বিলিয়ন ডলার।

তীব্র প্রতিযোগিতার এই বাজারে স্মার্টফোন আছে নানা ধরনের। ফলে স্মার্টফোনের বিজ্ঞাপন বাজারটিও জমজমাট। চলতি বছরে এর পরিমাণ হবে ১৭৬ বিলিয়ন ডলার। স্মার্টফোন ব্যবহার মানেই নানা ধরনের অ্যাপস লাগবেই। এই অ্যাপসের বাজারটিও যথেষ্ট বড়—১১৮ কোটি ডলারের। আরও আছে নানা ধরনের এক্সেসরিজ বা আনুষঙ্গিক পণ্য। চলতি বছরে এর বাজার দাঁড়াবে ৭৭ বিলিয়ন ডলারের। স্মার্টফোনের সৌন্দর্য বাড়াতে নানা ধরনের কাভার থাকে। ওয়্যারেবল বা পরিধেয়র বাজার ২৫ বিলিয়ন ডলারের। এ ছাড়া আছে বিমা, মেরামত, গান, স্পিকার, ভিডিও স্ট্রিমিং, সংরক্ষণ বা স্টোরেজের মতো সেবার বাজার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 + 14 =