হাই ভোল্টেজ শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও ইংল্যান্ড

দোহা, ৯ ডিসেম্বর, ২০২২ (বাসস):  কাতার বিশ্বকাপের শেষ হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে কাল আল বায়াত স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড।  ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

থ্রি লায়ন্সরা আগের ম্যাচে সেনেগালকে ৩-০ গোলে ও ফ্রান্স ৩-১ গোলে পোল্যান্ডকে  হারিয়ে শেষ আটের টিকিট পায়। দুটি দলই এ পর্যন্ত বিশ^কাপে যে ধরনের পারফরমেন্স দেখিয়েছে তাতে কালকের ম্যাচটি যে দারুন উত্তেজনাকর হকে তা সহজেই অনুমেয়।

সেনেগালের বিপক্ষে শুরু থেকে বেশ চাপে ছিল ইংলিশরা। কোনভাবেই গোল আদায় করতে না পেরে গ্যারেথ সাউথগেটের দল ধীরে ধীরে হতাশাগ্রস্থ হয়ে উঠতে থাকে। কিন্তু তারুণ্য নির্ভর দলটি যে হার মানতে নারাজ। এবারের আসরে শুরু থেকেই নিজেকে দারুনভাবে প্রমান করা ১৯ বছর বয়সী জুড বেলিংহ্যাম আগের ম্যাচগুলোর মতই অনেকের মধ্য থেকে নিজেকে আরো একবার আলাদাভাবে সকলকে নজড় কাড়তে বাধ্য করেছেন। ৩৮ মিনিটে তার এ্যাসিস্টেই জর্ডান হেন্ডারসন ডেডলক ভাঙ্গেন। বিরতির ঠিক আগে ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারের ৫২তম গোলটি করে অধিনায়ক হ্যারি কেন। গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসের সাথে বদলী বেঞ্চে থাকা বুকায়ো সাকা আবারো মূল দলে ফিরে ৫৭ মিনিটের গোলে ইংল্যান্ডের দাপুটে জয় নিশ্চিত হয়।

আরো একটি ম্যাচে প্রতিপক্ষের প্রতি দলের নির্মমতা দেখে সাউথগেট হয়তো খুশীই হয়েছেন। তবে সেমিফাইনালে মরক্কো ও পর্তুগালের মধ্যে বিজয়ী দলের মোকাবেলা করার আগে সাউথগেটকে ফ্রান্সের কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। কোয়ার্টার ফাইনালের বিদায় ইংল্যান্ডের জন্য নিয়মে পরিনত হয়েছে। এর আগে এই পর্যায় থেকে ১৯৫৪, ১৯৬২, ১৯৭০, ২০০২ ও ২০০৬ সালে বিদায় নিতে হয়েছে ইংলিশদের। শেষ আটটি বিশ^কাপের ছয়টিতেই তাদের ইউরোপীয়ান কোন দলের সাথে হেরে টুর্নামেন্ট থেকে বাড়ি ফিরতে হয়েছে।

কোন গোল হজম না করে বিশ^কাপে তিনটি ম্যাচ পার করা ইংল্যান্ডের জন্য অবশ্যই প্রশংসার। সাউথগেটের সামনে এখন আরো একটি সুযোগের হাতছানি, থ্রি লায়ন্সের প্রথম ম্যানেজার হিসেবে তিনি হতে পারেন ইংল্যান্ডকে একের অধিক সেমিফাইনালে পৌঁছে দেয়ার কারিগর।

কেন যেখানে ইংল্যান্ডের হয়ে ৫২তম গোল করেছেন, একইভাবে ফ্রান্সের হয়ে অভিজ্ঞ স্ট্রাইকার অলিভার গিরুদ ৫২তম গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সাবেক তারকা থিয়েরি অঁরিকে টপকে শীর্ষে উঠে এসেছেন। রবার্ট লিওয়ানদোস্কির পোল্যান্ডের বিরুদ্ধে শেষ ষোলর ম্যাচে ফ্রান্স ছিল একটু বেশী নিষ্ঠুর। এমবাপ্পের যোগান দেয়া বলে গিরুদ গোল করে ফরাসিদের এগিয়ে দেন। পরের গোল দুটি  করেছেন  এমবাপ্পে নিজেই। ম্যাচের শেষ ভাগে লিওয়ানদোস্কি পেনাল্টি থেকে সান্তনার এক গোল পরিশোধ করেছেন। গিরুদ ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা ঠিকই হয়েছেন, কিন্তু সবদিক থেকে নিজের যোগ্যতা প্রমান করে ইংল্যান্ডের কাছে এমবাপ্পেই সবচেয়ে বেশী আলোচিত হচ্ছেন। এমবাপ্পেকে রুখতে ইতোমধ্যেই ইংল্যান্ডকে নতুন করে ছক কষতে হচ্ছে।

এনিয়ে গত সাতটি আসরের পাঁচটিতেই ফ্রান্স কোয়ার্টার ফাইনালে খেলছে। এর মধ্যে রয়েছে শেষ তিনটি বিশ^কাপ। দিদিয়ের দেশ্যমের দল শেষ ১০টি নক আউট পর্বের আটটিতেই উয়েফা দলের বিপক্ষে জয় নিশ্চিত করেছে। কিন্তু এখনো সমালোচকদের মুখ বন্ধ করতে পারেনি। কাতার বিশ^কাপে এখনো পর্যন্ত কোন ম্যাচে গোল হজম না করে মাঠ ত্যাগ করেনি ফ্রান্স। এর আগে ১৯৬৬ ও ১৯৮২ বিশ^কাপে ইংল্যান্ডের সাথে দুটি ম্যাচেই পরাজিত হয়েছে ফরাসিরা। কিন্তু অতি সাম্প্রতিক ইতিহাস থ্রি লায়ন্সদের পক্ষে নেই। শেষ আটটি ম্যাচে বর্তমান বিশ^ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাত্র একটিতে জয়ী হয়েছে ইংল্যান্ড।

সেনেগালের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়ের খবরটি কিছুটা হলেও চেলসি স্ট্রাইকার রাহিম স্টার্লিয়ের লন্ডনের বাড়িতে সশস্ত্র ডাকাতির খবরে চাপা পড়ে গিয়েছিল। ম্যাচের পরদিনই স্টার্লিং লন্ডনে উড়ে যান, যদিও কাল তিনি কাতারে ফিরে এসেছেন বলে ইংল্যান্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে তিনি খেলার জন্য কতটা ফিট অবস্থায় আছেন তা নিয়ে শঙ্কা রয়েছে। আর্সেনালের বেন হোয়াইটও ব্যক্তিগত কারনে এখনো দলে অনুপস্থিত রয়েছেন। সামান্য ইনজুরিতে রয়েছেন ক্যালুম উইলসন। ডিক্লাইন রাইসকে নিয়েও সাউথগেট কিছুটা দু:শ্চিন্তায় রয়েছেন। বুধবার অসুস্থতার কারনে তিনি অনুশীলনে ছিলেন না। যদিও শনিবারের ম্যাচে তাকে পাবার ব্যপারে আশাবাদী ইংল্যান্ড।

আগের ম্যাচে রক্ষনভাগে তিনজনকে রাখা নিয়ে অনেকেই সাউথগেটের সমালোচনা করেছেন। কিন্তু ৫২ বছর বয়সী ইংলিশ কোচ তার পরীক্ষীত ৪-৩-৩ ফর্মেশনেই অটল থাকবেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। এ পর্যন্ত এই ফর্মেশনে খেলেই ইংল্যান্ড সফল হয়েছে। মধ্যমাঠে আরো একবার হেন্ডারসেনর সাথে রাইস ও বেলিংহ্যামকেই দেখা যাবে।

এদিকে  গোঁড়ালির কিছুটা অস্বস্তি বোধ করায়  মঙ্গলবার এমবাপ্পে অনুশীলন মিস করায় দু:শ্চিন্তা দেখা দিয়েছিল ফরাসি মিবিরে। যদিও বিষয়টি পরবর্তীতে নাকচ করে জানানো হয়েছে গণমাধ্যম এই খবরে একটু বেশী আলোচনা করেছে। বুধবার ২৩ বছর বয়সী এমবাপ্পে আবারো অনুশীলনে ফিরেছেন। আগের ম্যাচের অপরিবর্তিত দল নিয়েই কাল মাঠে নামতে যাচ্ছেন দেশ্যম। এমবাপ্পে এ পর্যন্ত যে নয়টি বিশ^কাপ ম্যাচে মূল দলে খেলেছেন প্রতিটিতেই জয়ী হয়েছে ফ্রান্স। কাতারে ইতোমধ্যেই তিন গোল করা এমবাপ্পের আক্রমনভাগের পার্টনার গিরুদ আর একটি গোল করতে পারলে ৩৮ বছর বয়সী ক্যামেরুনর সাবেক তারকা রজার মিলারের সাথে ৩৬ বা তার বেশী বয়সী খেলোয়াড় হিসেবে বিশ^কাপের এক আসরে চার গোল করার কৃতিত্ব স্পশ করবেন।

কালকের ম্যাচে হলুদ কার্ড পেলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না অরেলিয়েন টিচুয়ামেনি ও জুলেস কুন্ডে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × four =