হাসপাতালে রবীন্দ্র জাদেজা

লিডসে ইংল্যান্ডের বিপক্ষে গতকাল শেষ হওয়া সিরিজের তৃতীয় টেস্টে হাঁটুর ইনজুরিতে পড়েন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

ম্যাচ শেষে  ইনজুরির অবস্থা বুঝতে স্ক্যান করার জন্য হাসপাতালে নেয়া হয় এই অলরাউন্ডারকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের পোশাক পরে ছবি পোস্ট করেন জাদেজা। ছবির ক্যাপশনে জাদেজা লিখেন, ‘খুব একটা ভাল জায়গা নয় এটা।’ তবে তার ইনজুরি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি ভারত।

টেস্টের দ্বিতীয় দিন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় ডান পায়ের হাঁটুতে আঘাত পান জাদেজা। পরবর্তীতে মাঠ ছাড়লেও, কিছুক্ষণ পর আবারো ফিল্ডিংয়ে নামেন তিনি। তারপরও ইনজুরির অবস্থা ভালোভাবে খতিয়ে দেখতেই হাসপাতালে নেয়া হয়েছে জাদেজাকে।

সিরিজে এখন পর্যন্ত পাঁচ ইনিংস ব্যাট করে ১৩৩ রান করেন জাদেজা। বল হাতে মাত্র ২ উইকেট নিয়েছেন তিনি।

লিডস টেস্টে ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে হারে ভারত। এতে সিরিজে ১-১ সমতা আনে ইংল্যান্ড। লর্ডস টেস্ট ১৫১ রানের বড় ব্যবধানে জিতেছিলো ভারত। প্রথম টেস্ট ড্র হয়।

আগামী ২ সেপ্টেম্বর থেকে ওভালে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 3 =