১০০ জন প্রভাবশালীদের তালিকায় দীপিকা

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ কররার জন্য ১০০ জন প্রভাবশালীদের তালিকায় নাম এসেছে দীপিকার। দুবাইতে অনুষ্ঠিত ‘TIME100 ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’-এ সম্মানিত দীপিকা পাড়ুকোন।

অনুষ্ঠানের মঞ্চে এ দিন ঝলমলে শাড়ি পরে হাজির হন অভিনেত্রী। ‘মিউজিয়াম অফ দ্য ফিউচারে’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বামী  অভিনেতা রণবীর সিং-এর সঙ্গে হাজির হন অভিনেত্রী। ঘিয়ে রঙের স্পার্কেলড শাড়িতে এ দিন মোহময়ী সাজে ধরা দেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে মুক্তোর গয়নায় সেজেছেন নায়িকা। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ঝলক শেয়ার করেছেন তিনি।

দীপিকা ছাড়াও ‘TIME100 ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’-এর তালিকায় কয়েকটি প্রভাবশালী ব্যক্তিত্ব, বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, রাজনীতিবিদ, সেবাকর্মী এবং শিল্পীদের সম্মানিত করেছে। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য বলি অভিনেত্রীর প্রশংসাও করা হয়েছিল।

২০০৭ সালে শাহরুখ খানের হাত ধরে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন। গত কয়েক বছরে বলিউডের প্রথম সারির নায়িকার তালিকায় সবার উপরে নামটা যে তার, এমনটা নিঃসন্দেহে বলা যায়।

সারাবাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 1 =