১২ কেজি এলপিজির দাম বেড়ে এক হাজার ৪৭৪ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম ১২ কেজিতে ৪১ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ১২ কেজির নতুন দাম হচ্ছে এক হাজার ৪৭৪ টাকা। রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গত মাসেও ১২ কেজির এলপিজির দাম বাড়ানো হয়। তখন ২৩ টাকা বাড়িয়ে করা হয়েছিলো এক হাজার ৪৩৩ টাকা। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৮৬ পয়সা। আর প্রতি লিটার অটোগ্যাসের দাম দুই টাকা দুই পয়সা বাড়িয়েছে ৬৭ টাকা ৬৮ পয়সা করা হয়েছে।

২০২১ সালের ১২ এপ্রিল থেকে সৌদি আরামকোর প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি। যদিও বিইআরসির নির্ধারিত দামের থেকে অতিরিক্ত মূল্যে এলপিজি কিনতে হয় বলে ভোক্তাদের অভিযোগ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × three =