১৩ বছর পর নতুন করে সানির বিয়ে

দাম্পত্যের ১৩ বছর পর আবারও বিয়ের আনুষ্ঠানিকতা পালন করলেন অভিনেত্রী সানি লিওন। পাত্র সেই একই—ড্যানিয়েল ওয়েবার। নিজেদের সম্পর্ককে উদ্‌যাপন করতে আবারও বিয়ের দিনের মতো প্রতিশ্রুতিবদ্ধ হলেন সানি-ড্যানিয়েল।

গত ৩১ অক্টোবর মালদ্বীপের সমুদ্রে সৈকতে বসেছিল তাঁদের বিয়ের আসর। প্রায়ই মালদ্বীপে সপরিবারে বেড়াতে যান সানি ও ড্যানিয়েল। তাই এই দ্বীপেই নতুন করে বিয়ের সিদ্ধান্ত।

সাদা ও গোলাপি থিমে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। আয়োজন ছিল একেবারেই ছিমছাম ও পারিবারিক। বিশেষ দিনটি শুধু স্বামী ও তিন সন্তান নোয়া, আশহের ও নিশার সঙ্গে কাটিয়েছেন সানি। এদিন পরিবারের সবাই পরেছিলেন সাদা পোশাক। ডিপনেক ওয়েডিং গাউনে নজর কেড়েছেন সানি।

বিয়ের অনুষ্ঠানে পরস্পরকে কেক খাইয়ে দেন সানি-ড্যানিয়েল। সানির জন্য বিশেষ লাভ লেটার লিখে এনে তা পড়ে শোনান ড্যানিয়েল।

এর আগে ২০১১ সালের ২০ জানুয়ারি শিখমতে আমেরিকান প্রযোজক, অভিনেতা ও উদ্যোক্তা ড্যানিয়েলকে বিয়ে করেন সানি লিওন। অনেকদিন ধরেই তাঁরা খ্রিস্টানমতে বিয়ের পরিকল্পনা করছিলেন। তাঁদের চাওয়া ছিল, এ আয়োজনে যেন সন্তানরাও থাকতে পারে। তাই অপেক্ষা করছিলেন। অবশেষে সন্তানদের স্কুল ছুটিতে নতুন করে বিয়ের স্বপ্ন পূরণ করলেন তাঁরা।

২০১৭ সালের জুলাইয়ে মহারাষ্ট্রের এক গ্রাম থেকে প্রথম সন্তান দত্তক নেন সানি-ড্যানিয়েল। দত্তক নেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ২১ মাস। কন্যাসন্তানের নাম রাখা হয় নিশা কৌর ওয়েবার। এরপর ২০১৭ সালের মার্চে এ দম্পতি জানান সারোগেসির মাধ্যমে জমজ ছেলেসন্তান নোয়া ও আশহের জন্মের খবর।

সানি লিওনকে আগামীতে দেখা যাবে অনুরাগ কশ্যপের থ্রিলার সিনেমা ‘কেনেডি’তে। গত বছর কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 + 16 =