১৫০ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

গত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি। গত বছর নভেম্বরে প্রচার শুরু হয় হাবুর স্কলারশিপ ধারাবাহিকের। প্রচারিত হচ্ছে প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। আজ প্রচারিত হবে ধারাবাহিকটির ১৫০তম পর্ব।

গ্রামের সহজ-সরল ছেলে হাবু স্কলারশিপ পেয়ে পড়তে যায় অস্ট্রেলিয়ায়। সেই বিশ্ববিদ্যালয়ে পূর্বের সব রেকর্ড ভেঙে ছেলেটি ফার্স্ট হয়। হাবু অস্ট্রেলিয়ায় যে পাঁচ বছর পড়ালেখা করে, সেই সময় যেকোনো বিপদ-আপদে পাশে দাঁড়ায় তার বাংলাদেশি সহপাঠী মারজান। অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার প্রস্তাব পেয়েও দেশের জন্য কিছু করার তাগিদে ফিরে আসে হাবু। আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন।

গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘ধারাবাহিকটির গল্পে যেমন বিনোদন এবং হাস্যরস আছে, তেমনি আছে সমাজ সচেতনতাবিষয়ক বার্তা। ঘুণে ধরা এ সমাজের নানা অসংগতি তুলে ধরাই নাটকের মূল প্রতিপাদ্য। ভালো নাটক হলে মানুষ যে এখনো দেখে, তার প্রমাণ হাবুর স্কলারশিপ।’

হাবুর স্কলারশিপে অভিনয় করছেন রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, অহনা রহমান, শফিক খান দিলু, নীলা ইসলাম, হায়দার আলী প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − 2 =