১৮ মাস পর আজ ঢাকায় করোনায় কেউ মারা যায়নি

দেশে করোনাভাইরাসের মহামারীর শুরুর পর গত ১৮ মাসের মধ্যে প্রথমবার একটি মৃত্যুহীন দিন পেল ঢাকা বিভাগ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। তার দশ দিন পর ১৮ মার্চ আসে প্রথম মৃত্যুর খবর। মহামারী শুরুর পর সর্বশেষ ২০২০ সালের ৩ এপ্রিল মৃত্যুহীন দিন দেখেছিল বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  বলেন, “ঢাকা বিভাগে তারপর মৃত্যু কোনো সময়ই শূন্য হয় নাই। প্রথম মৃত্যু, প্রথম সংক্রমণ সব ঢাকা বিভাগেই ছিল। এ পর্যন্ত সংক্রমণ, মৃত্যু সব চেয়ে বেশি ঢাকাতেই।”

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে দেশে আরও ৩৬৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত কোভিড শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জনের মধ্যে।

মঙ্গলবার সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছিল, আর ৪৬৯ জন নতুন রোগী পাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা ও মৃত্যু দুটোই কমেছে।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২৪৩ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের দুই তৃতীয়াংশের বেশি।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + 16 =