২৯ মার্চ গণসংগীত উৎসব শুরু

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে মঙ্গলবার (২৯ মার্চ) থেকে দেশের ৪০ গণসঙ্গীতের দলের অংশগ্রহণে শুরু হচ্ছে চার দিন ব্যাপি জাতীয় গণসংগীত উৎসব। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ। মঙ্গলবার বিকাল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

জাতীয় গণসঙ্গীত উৎসবের আহ্বায়ক গোলাম কুদ্দুছ বলেন, গণসঙ্গীত লড়াই-সংগ্রামের হাতিয়ার। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য এখনও অর্জিত হয়নি। রাষ্ট্র অনেক দূর এগিয়ে গেলেও শ্রেণি-বৈষম্য এখনও প্রকট। বিষয়টি মাথায় রেখে উৎসবের শ্লোগান নির্বাচন করা হয়েছে ‘গণসঙ্গীতের অঙ্গীকার, সাম্য সম্প্রীতির বাংলাদেশ’।

এ আয়োজনে বর্ণবাদবিরোধী গণসঙ্গীত থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলনসহ বিষয়ভিত্তিক গান পরিবেশন করা হবে। পাশাপাশি নৃত্য, আবৃত্তি ও সেমিনারও থাকবে।

উৎসবের সমন্বয়কের দায়িত্বে আছেন মানজার চৌধুরী সুইট ও সদস্য সচিবের দায়িত্বে আছেন শিল্পী ফকির সিরাজুল ইসলাম।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 + 3 =