২ হাজার রান ক্লাবে বাংলাদেশের দ্রুততম সৌম্য

বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রানের রেকড স্পর্শ করেছেন  সৌম্য সরকার।

আজ (মার্চ ১৫, ২০২৪) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে দ্রুততম ২ হাজার রান পূর্ণ করে নয়া রেকর্ড গড়েন সৌম্য। পাশাপাশি দশম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২ হাজার রানের মালিক হন তিনি। খবর বাসস

দ্বিতীয় ওয়ানডের আগে ৬৭ ম্যাচের ৬৩ ইনিংসে ১৯৪৪ রান করেছিলেন সৌম্য। ২ হাজার রান থেকে ৫৬ রান দূরে ছিলেন তিনি। বাংলাদেশ ইনিংসের ২০তম ওভারের চতুর্থ বলে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের ৬৪তম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করেন সৌম্য। সেই সাথে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুত ২ হাজার রানের নজির গড়েন তিনি।

বাংলাদেশের পক্ষে এতদিন দ্রুততম ২ হাজার রানের রেকর্ডের মালিক ছিলেন শাহরিয়ার নাফীস ও লিটন দাস। দু’জনই ৬৫ ইনিংস খেলে দেশের হয়ে ওয়ানডেতে ২ হাজার রান পূর্ণ করেছিলেন। নিজের ৬৪তম ইনিংসে নাফীস ও লিটনের রেকর্ড ভাঙ্গলেন সৌম্য। রেকর্ড ভাঙ্গার ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কায় ৬৬ বলে ৬৮ রান করে আউট হন সৌম্য।

সৌম্যর আগে বাংলাদেশের পক্ষে ২হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন আরও নয়জন ক্রিকেটার। তারা হলেন- তামিম ইকবাল (৮৩৫৭), মুশফিকুর রহিম (৭৭৫৪), সাকিব আল হাসান (৭৫৭০), মাহমুদুল্লাহ রিয়াদ (৫৩৮৫), মোহাম্মদ আশরাফুল (৩৪৬৮), লিটন দাস (২৫৬৩), ইমরুল কায়েস (২৪৩৪), শাহরিয়ার নাফীস (২২০১) ও হাবিবুল বাশার (২১৬৮)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 1 =