৩২ ব্যান্ড নিয়ে ঢাকায় ৩ দিনের কনসার্ট

ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনের পপ কালচার ফেস্টিভ্যাল ‘ঢাকা সামার কন ২০২৩’। ১৩, ১৪ ও ১৫ জুলাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে এই ফেস্টিভ্যাল। কমিক, কসপ্লে, কনসার্ট, গেমিং, আর্টসহ সব ধরনের বিনোদন নিয়ে ফেস্টিভ্যালটি আয়োজন করতে যাচ্ছে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।

তিন দিনের এ উৎসবের অন্যতম আয়োজন কনসার্ট। এতে পারফর্ম করবে দেশের ৩২টি ব্যান্ড। প্রথম দিনের লাইনআপে আছে ব্যান্ড ইন্দালো, বাংলা ফাইভ, লেভেল ফাইভ, ওউনড, অড সিগনেচার, হাতিরপুল সিজনস, ড্যাডস ইন দ্য পার্ক, রায়হান ইসলাম শুভ্র, কে পপ পারফরম্যান্স, ফিরোজ জং ও ওল্ড ঢাকা ডায়েরিস।

দ্বিতীয় দিন ১৪ জুলাই মঞ্চ মাতাবে আরও ১১ ব্যান্ড। তালিকায় আছে আর্টসেল, ক্রিপটিক ফেট, শাফায়েত অ্যান্ড ব্ল্যাক জ্যাং, অ্যাশেজ, পাওয়ারসার্জ, সোনার বাংলা সার্কাস, আফটারম্যাথ, সাবকনসাস, ইনকোর, নেইভ ও মেসিয়ানিক এরা। উৎসবের শেষ দিন পারফর্ম করবে ১০টি ব্যান্ড। তালিকায় আছে অ্যাভয়েড রাফা, ওয়ারফেজ, ব্ল্যাক, আর্বোভাইরাস, কার্নিভাল, মেকানিক্স, ব্ল্যাক জ্যাং, আপেক্ষিক, এ কে রাহুল ও শাফায়েত।

সম্প্রতি মুক্তি পেয়েছে সামার কনের অফিশিয়াল থিম সং এস্কেপ। থিম সংয়ে হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের সঙ্গে যুক্ত হয়েছেন শিশির আহমেদ, রায়েফ আল হাসান রাফা ও ব্ল্যাক জ্যাং। আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকোয়েস্ট বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, ‘ফেস্টিভ্যালে শিশুদের জন্য বিশেষ কিডস জোনের ব্যবস্থা থাকবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিভাবকেরা তাঁদের সন্তানকে রেখে ফেস্টিভ্যালের অন্যান্য প্রোগ্রাম উপভোগ করতে পারবেন। তা ছাড়া আমরা বেশ কিছু সারপ্রাইজ রেখেছি, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেবে। আশা করি ঢাকা সামার কন বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + 10 =