৪ হাজার রানের ক্লাবে মোমিনুল

দেশের চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টে ৪ হাজার রান ক্লাবে নাম লেখালেন বাঁ-হাতি ব্যাটার মোমিনুল হক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে ৬০ ম্যাচের ১১২ ইনিংসে ৩৯৭৫ রান ছিলো মোমিনুলের। ৪ হাজার রান থেকে  ২৫ রান দূরে ছিলেন তিনি।

টেস্টের প্রথম ইনিংসে ৩টি চারে ৩৩ রান করেন মোমিনুল। এই ইনিংস খেলার পথে টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার ক্লাবে নাম লেখান তিনি। মোমিনুলের আগে বাংলাদেশের হয়ে ৪ হাজার রান ক্লাবে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম (৫৬৭৬), তামিম ইকবাল (৫১৩৪) ও সাকিব আল হাসান (৪৪৬৯)।

এছাড়া আজ বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে টেস্টে  শ্রীলংকার বিপক্ষে  ১ হাজার রান পূর্ণ করেন মোমিনুল। এর আগে মুশফিকুর রহিম (১৭ টেস্টে ১৩৪৬ রান) এবং মোহাম্মদ আশরাফুল (১৩ টেস্টে ১০৯০ রান) এই তালিকায় নাম তুলেন।

২০১৩ সালের মার্চে গল-এ শ্রীলংকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় মোমিনুলের। এখন পর্যন্ত ৬১ টেস্টের ১১৩ ইনিংসে ১২টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৮ দশমিক ৫৩ গড়ে ৪০০৮ রান করেছেন মোমিনুল। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড  মোমিনুলেরই।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two + eight =