৭ বছর পর অনন্ত-বর্ষার সিনেমা মুক্তি পাচ্ছে

দীর্ঘ ৭ বছর পর মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় জুটি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষার নতুন সিনেমা। নাম ‘দিন: দ্য ডে’।ইরানের সাথে যৌথ প্রযোজনায় সিনেমাটি বানাতে খরচ হয়েছে প্রায় ১২০ কোটি টাকা। ছবির বাংলাদেশি প্রযোজনা সংস্থা মুনসুন ফিল্মসের চেয়ারম্যান অনন্ত জলিল এই তথ্য নিশ্চিত করেছেন আগেই।

বহুল প্রতীক্ষিত সেই সিনেমা রয়েছে মুক্তির মিছিলে। গত ৩ মার্চ উত্তরার হাভেলি রেঁস্তোরায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অনন্ত ঘোষণা দিয়েছেন, আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে ‘দিন: দ্য ডে’।সেদিন ছবির একটি গান প্রকাশের ঘোষণাও দেন অনন্ত। গত শুক্রবার অনন্ত জলিলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।

‘তোকে রাখবো খুব আদরে’ শিরোনামে গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীতের পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন ইমরান মাহমুদুল। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আনিসা।ইরানের চোখ ধাঁধানো সব লোকেশনে গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন অনন্ত জলিল ও ছবির নায়িকা বর্ষা।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − two =