৭ হাজার রান ক্লাবে মুশফিক

বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান ক্লাবের সদস্য হলেন  অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন মুশফিক। এই ইনিংসের মাধ্যমে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান মুশফিক। মাত্র ৬০ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ১৪টি চারের সঙ্গে হাঁকান ২টি ছক্কা। মুশফিকের এদিনের ৬০ বলের সেঞ্চুরিটিই বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

দ্বিতীয় ওয়ানডের আগে মুশফিকের পরিসংখ্যান ছিলো, ২৪৩ ম্যাচের ২২৮ ইনিংসে ৬৯৪৫ রান। ৭ হাজার রান করতে ৫৫ রান দরকার ছিলো মুশফিকের। ১০০ রানের ইনিংস খেলে তামিম ও সাকিবের পর দেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান করলেন মুশফিক।

বাংলাদেশের জার্সি গায়ে সবার আগে ওয়ানডেতে ৭ হাজার রান করেন তামিম। ২৩৬ ম্যাচের ২৩৪ ইনিংসে ৮১৬৯ রান আছে তামিমের। ২২৯ ম্যাচের ২১৭ ইনিংসে ৭০৮৬ রান আছে সাকিবের।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × four =