অঘটন ঘটনা পটিয়সী ক্রিকেট স্বরুপে উপস্থাপিত

সালেক সুফী: বরেণ্য ক্রিকেট লেখক শ্রদ্ধেয় বদরুল হুদা চৌধুরী লিখেছিলেন “তবু  ক্রিকেট ভালোবাসি ”। আমি ক্রিকেটের কোকিল নেভিল কার্ডাস আর শঙ্করী প্রসাদ মজুমদারের অনেক লেখা পড়েছি ক্রিকেট নিয়ে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠারত টি২০ বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের এযাবৎ অনুষ্ঠিত খেলাগুলো বিশ্ব জোড়া ক্রিকেট পূজারীদের রমণীয় ক্রিকেটের কমনীয় মুহূর্তগুলো উপহার দিয়ে ক্রিকেটের বরেণ্য লেখিয়েদের স্মরণ করিয়ে দিচ্ছে।

দুই গ্রুপে বিভক্ত কোয়ালিফাইং রাউন্ডের দুটি করে ম্যাচ হয়ে গাছে। বাকি মাত্র এক রাউন্ড। এখনো নিশ্চিত নয় কোন দুটি করে দল দুই গ্রুপ থেকে মূল রাউন্ডে খেলবে। এ গ্রুপ থেকে সম্ভাবনা আছে নেদারল্যান্ড,  শ্রীলংকা, নামিবিয়ার।  বি গ্রুপ সম্পূর্ণ উন্মুক্ত।  সমান সম্ভাবনা নিয়ে আছে স্কটল্যান্ড, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ড। ম্যাচগুলো অনেক স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছে। কাল দুটি খেলা হয়েছে তাসমানিয়া রাজ্যের হোবার্টে। প্রথম ম্যাচে ১৭৬/৫ স্কোর গড়ে জয়ের পথে ছিল স্কটল্যান্ড। কিন্তু প্রতিবেশী দেশ আইয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পাস দেয়ালে পিঠ থাকা অবস্থায় ৩২ বলে অপরাজিত ৭২ রান করে বিজয় ছিনিয়ে নিয়ে টিকিয়ে রেখেছে দলকে প্রতিদ্বন্দ্বিতায়। শেষ ম্যাচে ওরা লড়বে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে।

ওয়েস্ট ইন্ডিজ নিজেরাই ফিরেছে মৃত্যুকূপ থেকে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে। প্রথমে ব্যাটিং করে ১৫৩/৭ এমন কিছু বড় স্কোর করেনি। কিন্তু ওদের দুরন্ত বোলিং আর তুখোড় ফিল্ডিংয়ের কারণে ১২২ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। আগুনজরা বোলিং করে আলজারি জোসেফ (৪/১৬) আর জেসন হোল্ডার (৩/১২)। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে।  জিম্বাবুয়েকে খেলতে হবে স্কটল্যান্ডের সঙ্গে। চার দলেরই সুযোগ উন্মুক্ত। বিজয়ী দুটি দল পাবে পরবর্তী রাউন্ডের টিকেট।

এ গ্রপের সমীকরণ কিছুটা ভিন্ন। দুটি ম্যাচ হেরে ছিটকে গাছে ইউএইএ।  প্রতিদ্বন্দ্বিতা এখন নেদারল্যান্ড, নামিবিয়া আর শ্রীলংকার মাঝে। যদি বৃষ্টি বাধা না হয়ে দাঁড়ায়  তাহলে শেষ রাউন্ডের ম্যাচ দুটির উপর নির্ভর করবে কোন দুটি দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। টুর্নামেন্ট এখন এমন পর্যায়ে এখনই প্রয়োজন ছিল একজন নেভিল কার্ডাস বা বদরুল হুদা চৌধুরীর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight − 7 =