অটোতে চড়ে রাতের মুম্বাই দেখলেন শ্রদ্ধা

স্টাইলিশ গাড়ি ফেলে মধ্য রাতে অটোরিকশায় চড়ে মুম্বাই শহর ঘুরলেন শ্রদ্ধা কাপুর।এই অভিযানের ভিডিও ইনস্টাগ্রামে দিয়েছেন এই বলিউড তারকা। তাকে ভক্তকূলের হুমড়ি খেয়ে পড়ার খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।অটোরাইডের এই ভিডিওতে ‘বিউটিফুল সিটি’ গানটি জুড়ে দিয়েছেন শ্রদ্ধা।ওই ভিডিওতে একজন মন্তব্য করেছেন, “আপনার এই সাধারণ ভাবটি পছন্দ করি।” আরেকজন লিখেছেন, “এই অটোতে আমিও কোনোদিন চড়ব বলে আশা রাখি।”

অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা আসছেন ‘চালবাজ ইন লন্ডন’ সিনেমা নিয়ে। এটি শ্রীদেবীর চালবাজের নতুন সংস্করণ।৩৪ বছর বয়সী শ্রদ্ধার ভারতের চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১০ সালে ‘তিন পাত্তি’ সিনেমা দিয়ে; তবে তাকে তারকায় পরিণত করে ‘আশিকী-২’। তারপর দুই ডজনের মতো চলচ্চিত্রে তাকে দেখা গেছে, আর এর মধ্যে কয়েকটিতে তার অভিনয় বেশ প্রশংসিত। সিনেমায় অভিনয়ের সঙ্গে গানও গাইছেন শ্রদ্ধা।

ভারতের তারকাদের এমন খেয়ালি আচরণ অবশ্য নতুন নয়।কয়েক সপ্তাহ আগেই আলিয়া ভাট শুটিংয়ে যেতে অটোরিকশায় উঠেছিলেন। সালমান খান, সঞ্জয় দত্ত, দিশা পাঠানির মতো তারকাদেরও এমন গণপরিবহনে দেখা গিয়েছিল।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 + 16 =