অনন্ত হিরার জন্মদিন আজ

আজ ১ ফেব্রুয়ারি অনন্ত হিরার জন্মদিন। অনন্ত হিরা একাধারে নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও সংগঠক তিনি। মঞ্চে ‘শ্যামাপ্রেম’, ‘লোকনায়ক’, ‘আওরঙ্গজেব’, ‘ঈর্ষা’, ‘মাইকেল মধুসূদন’, ‘হাছনজানের রাজা’, ‘কনডেমড সেল’ ‘তৃতীয় একজন’ নাটকগুলোর মাধ্যমে প্রশংসিত হয়েছেন। টেলিভিশন নাটক, সিনেমা নিয়েও কাজ করছেন। অনন্ত হিরা’র রচনা ও নির্দেশনায় গেল ১৬ই ডিসেম্বর মঞ্চে এসেছে নাটক ‘মেজর’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × one =