অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ ছবিতে নুসরাত ফারিয়া

পরিচালক অনম বিশ্বাসের এবারের সিনেমার শিরোনাম ‘ফুটবল ৭১’। দিন কয়েক আগেই জানা গিয়েছিল ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জনপ্রিয় ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। এবার জানা গেল ছবিটির নারী প্রধান চরিত্রের নাম। শুভর বিপরীতে থাকছেন ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী নুসরাত ফারিয়া। ‘প্রেমী ও প্রেমী’ জুটিকে আবারও দেখা যাবে এক সিনেমায়।

সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। রবিবার (১১ ডিসেম্বর) চুক্তিপত্রে স্বাক্ষর করার মুহূর্তের একটি ছবি দুপুরে ফেসবুকে পোস্ট করে নুসরাত ফারিয়া লেখেন, ‘আমার পরবর্তী! অনম বিশ্বাসের সঙ্গে।’

এর আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়ে শুভ জানিয়েছিলেন, ‘আমি অনম দাদার কাজের একজন ভক্ত। উনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুট শুরু হবে। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আর অন্য চরিত্রে কারা অভিনয় করছেন তা দ্রুতই জানানো হবে। ২০১৯-২০ অর্থ বছরে পাওয়া সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ছবিটি। ছবিটির প্রেক্ষাপট যেহেতু ১৯৭১ সাল। তাই ছবিটির চিত্রনাট্য নিয়ে বিস্তর গবেষণা করতে হয়েছে পরিচালককে। প্রায় দেড় বছর গবেষণা করে পরিচালক এর চিত্রনাট্য করেছেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 3 =