অনুদানের ‘দেওয়ালের দেশ’ সিনেমায় রাজ-বুবলী

প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বাঁধলেন শরিফুল রাজ ও শবনম বুবলী। মিশুক মনি নির্মাণ করছেন ছবিটি। সিনেমাটির নাম ‘দেওয়ালের দেশ’। এটি সরকারি অনুদানে নির্মিত হবে।

৫ ডিসেম্বর থেকে ঢাকায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। রাজের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের প্রসঙ্গে বুবলী বলেন, এটাই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান। আর সিনেমার গল্পটা খুব ভালো।

রাজ বলেন, সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। আমরা সারারাত ধরে শুটিং করি আর সারা দিন ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।

শরিফুল রাজ এর মধ্যেই ‘পরাণ’, ‘দামাল’, ‘হাওয়া’ ও ‘আইসক্রিম’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন। অন্যদিকে সাইমন সাদিক, নিরব, ইমন, জিয়াউল রোশান, আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বুবলী। সবশেষ অভিনয় করেছেন অভিনেতা মাহফুজের বিপরীতে ‘প্রহেলিকা’য়।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 + twelve =