অনুর্ধ ১৯ এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

সালেক সুফী

সংযুক্ত  আরব এমিরেটসের দুবাইতে অনুষ্ঠানরত এশিয়া কাপে আফগানিস্তানকে অনায়েসে ৪৫ রানে হারিয়ে  শুভ সূচনা করেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ২২৮/৯ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। আফগানিস্তান অনুর্ধ ১৯ দলকে পেস স্পিন যুগল আক্রমণে বিপর্যস্ত করে ১৮৩ রানে থামিয়ে ৪৫ রানের জয় অর্জন করে এই প্রতিযোগিতায় নিজেদের শিরোপা সুরক্ষার শক্ত ইঙ্গিত দেয় বাংলার ব্যাঘ্র সাবকেরা।

কাল সূচনায় ওপেনার জাওয়াদ আবরার প্রথম ওভারে ০ রানে বিদায় নিলেও দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক আজিজুল হাকিম (১০৩) এবং কালাম সিদ্দিকী (৬৬) ১৪২ রানের বিশাল জুটি গড়ে বাংলাদেশ ইনিংসকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে. তবে ১৪৫ রানে কালাম সিদ্দিকীর বিদায়ের পর আর কেউ অধিনায়ককে দীর্ঘ সময় সাঙ্গ  দিতে বার্থ হওয়ায় বাংলাদেশের স্কোর আরো স্ফীততর হয় নি. হাকিম -কালাম জুটির ধীর স্থির পরিণত ইনিংস দেখে ভালো লেগেছে এই ভেবে যে এদের পরিচর্যা করা হলে হয়তো অচিরে বাংলাদেশের টপ অর্ডার বাটিংয়ে প্রতিভার দৈন্যতা মিটতে পারে। ১৩৩ বল ১০৩ রানের ইনিংসে হাকিম ৮ টি চার আর ৪ টি ছক্কা মেরেছে। ১১০ বলে ৬৬ রান করা কালামের ইনিংস ছিল ৫ টি চার ,১ টি ছয়ে সাজানো। উইকেট কিছুটা ধীর গতির ছিল ,নতুন ব্যাটসম্যানদের উইকেটে এসে রানের গতি ধরে রাখা সহজ ছিল. আফগান তরুণরাও ভালো বোলিং করে চাপে রেখেছিলো বাংলাদেশ ব্যাটসম্যানদের। তবে ২২৮/৯ এই উইকেটে নিঃসন্দেহে প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর ছিল বলতেই হবে. আর এই কৃতিত্বের দাবিদার অবশ্যই দায়িত্ব নিয়ে খেলা আজিজুল হাকিমের।  আফগান দলের হয়ে খাতির স্টানিকজাই (২/৪৬) এবং নূর অমার্জই (২/৪৯) সফল বোলার ছিল.

আফগান ব্যাটসম্যানরা পরিকল্পনা মত ব্যাটিং শুরু করলেও বাংলাদেশ বোলারদের নিখুঁত লাইন লেন্থ বজায় রেখে বোলিংয়ের মোকাবিলায় ক্রমশ উইকেট হারিয়ে পিছিয়ে পরে. ৩৫.৩ ওভারে ৪/১৩৭ পর্যন্ত লড়াই বজায় রেখেছিলো আফগানিস্তান।  এর পর বাংলাদেশ বোলাররা ওদের চেপে ধরলে দ্রুত ১৮৩ রানে ইনিংস গুটিয়ে যায়. ৪৫ রানে জয় পায় বাংলাদেশ। গ্রূপে আর দুই দল নেপাল আর শ্রীলংকা।  আশা করা যায় বাংলাদেশ ক্রমশ উন্নততর খেলে গ্রূপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট রাউন্ডে যাবে। আফগানদের হয়ে ফয়সাল খান ৫৮, নাসের খান ৩৪ রান করে. ওদের একজন ইনিংস বড় করলে বিপদে পড়ত বাংলাদেশ। আল ফাহাদ ৩৬ রানে ৩ , ইকবাল ইমন ৪০ রানে ৩ এবং মারুফ মৃধা ২৫ রানে দুই উইকেট তুলে নেয়।  বাংলাদেশকে শিরোপা জয়ের পথে এগুতে হলে মিডল অর্ডার লেট্ অর্ডারে ব্যাটিং আরো পরিশীলিত হতে হবে. তবে তরুণদের খেলায় যথেষ্ট আত্মবিশ্বাসের ছাপ দেখেছি। আফগান দলও কিন্তু যথেষ্ট শক্তিশালী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 + 5 =