অনেক মাইলস্টোন সৃষ্টির মাঝে দুইদিনেই টেস্ট জিতলো অস্ট্রেলিয়া

উল্টোস্রোতে পাল ভাসিয়ে ট্রাভিস হেডের দুর্দান্ত ইনিংসে ভর করে দু দিনেই টেস্ট জয় করে এশেজ শুভ সূচনা করলো অস্ট্রেলিয়া। পার্থের অপটাস স্টেডিয়ামে।  প্রথম ইনিংসে ইংল্যান্ডের  ১৭২ রানের জবাবে অস্ট্রেলিয়া করেছিল ১৩২। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৬৪ করে অস্ট্রেলিয়াকে ২০৫ রানের টার্গেট দিয়েছিলো। প্রতিকূল পরিস্থিতিতে টি ২০ ঢঙে ব্যাটিং করে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই ৮ উইকেটে টেস্ট জয় করেছে অস্ট্রেলিয়া।

পেসি বাউন্সি উইকেটে দুই দলের কুশলী বোলারদের দাপটে প্রথম দিনেই ১৯ উইকেট পতন হয়েছিল। তুখোড় অস্ট্রেলিয়ান ফাস্ট বলার মিচেল স্টার্কের একক নৈপুণ্যে ইংল্যান্ড ইনিংস সাঙ্গ হয়েছিল ১৭২ রানে। দুই বিশ্বস্ত সঙ্গী পাট কামিন্স এবং জস হ্যাজেলউডের অবর্তমানে নিজের ক্যারিয়ার  সেরা বোলিং (৭/৫৮ ) করে স্টার্ক একাই ধসিয়ে দিয়েছিলো ইংল্যান্ডকে। উইকেটের সুযোগ নিয়ে ইংলিশ বোলারস বেন্সটাক্স ৫/২৩, ব্রাইডন কেস ৩/৪৫ এবং জোফরা আর্চার ২/১১ ইটের বিনিময়ে পাটকেল ছুড়ে অস্ট্রেলিয়ার ইনিংস ১৩২ রানে সীমিত রাখে। প্রথম ইনিংসে ৪০ রানে এগিয়ে থাকায় দারুন সুযোগ আসে ইংল্যান্ড দলের সামনে।  কিন্তু দ্বিতীয় ইনিংসে স্টার্কের ( ৩/৫৫) পাশাপাশি স্কট বোলান্ড ( ৪/৩৩) এবং নবাগত ব্রেন্ডন ডগার্ড (৩/৫১) জ্বলে ওঠায় ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৬৪ রানে। অস্ট্রেলিয়ার টেস্ট জয়ের টার্গেট দাঁড়ায় ২০৫।  খেলার পরিস্থিতি এবং উইকেটের ধরণ দেখে মনে হয়েছিল অস্ট্রেলিয়ার পক্ষে স্বস্তিতে টার্গেট তাড়া করা সম্ভব নাও হতে পারে। জুয়া খেললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ।  মারকুটে মিডল অর্ডার ব্যাটসম্যান ট্রাভিস হেডকে পাঠালেন এই ম্যাচে অভিষিক্ত জেক ওয়েদারল্যান্ডের সঙ্গে ইনিংস সূচনায়। ট্রাভিস হেড স্বভাব সুলভ ঢঙে আগ্রাসী ব্যাটিং করে ইংলিশ বোলিং তুলোধুনো করলেন। উল্টো স্রোতে ব্যাটিং করে হেড ৮৩ বল খেলে ১৬ চার আর ৪ ছয়ে করলো অনবদ্দ ১২৩. মাত্র ২৮.২ বলে ২০৫/২ করে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই ৮ উইকেটের বিশাল জয় পেলো অস্ট্রলিয়া। ৫ টেস্টের এশেজ সিরিজে ১-০ এগিয়ে থেকে হলো শুভ সূচনা। সিরিজের পরের ম্যাচ ব্রিসবেনে দিবা রাত্রির ম্যাচ। আমাদের শহরে খেলা। হয়তো থাকবো উলং গ্যাবায় পিঙ্ক বল ক্রিকেট দেখতে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিশেষত দুই চির প্রতিদ্বন্দীর মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় এবারের পার্থ টেস্ট নতুন  মাইল ফলক হয়ে থাকবে। রমণীয় ক্রিকেট যেন সব রূপ সুষমা নিয়ে আবির্ভুত হয়েছিল।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এশেজ সিরিজ।  প্রথম টেস্ট

ইংল্যান্ড প্রথম ইনিংস ১৭২ (হ্যারি ব্রুক ৫২, অলি পোপ ৪৬,জেমি স্মিথ ৩৩ , মিচেল স্টার্ক ৭/৫৮, ব্রেন্ডন ডগার্ড ২/২৭)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ১৬৪ অল আউট (গাস আটকিন্সন ৩৭, অলি পোপ ৩৩,বেন ডাকেট ২৮, স্কট বোলান্ড ৪/৩৩, ব্রেন্ডন ডগার্ড ৩/৫১, মিচেল স্টার্ক ৩/৫৫)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ১৩২ অল আউট  (আলেক্স কারী ২৬, ক্যামেরুন গ্রীন ২৪, ট্রাভিস হেড ২১ , বেন স্টোকস ৫/২৩, জোফরা আর্চার ২/১১, ব্রাইডন কার্স ৩/৪৫)

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ২০৫/২ (ট্রাভিস হেড ১২৩, মার্নাস লেবুচাঙ ৫১* ,ব্রাইডন কার্স ২/৪৪)

অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।

ম্যাচের সেরা খেলোয়াড় মিচেল স্টার্ক ( ৭/৫৮ এবং ৩/৩৫)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 2 =