‘অন্তর্জাল’র সিনেমার পোস্টার প্রকাশিত

পোস্টারজুড়ে ডার্ক রঙের ৩৪টির বেশি হুডি, কিন্তু মুখ দেখা যাচ্ছে মাত্র কয়েকজনের! ‘অন্তর্জাল’ ছবির রহস্যে ঘেরা এমন পোস্টার প্রকাশিত হয়েছে শনিবার বিকেলে। পোস্টারে হুডিতে ঢাকা মুখ দেখা যাচ্ছে সিয়াম আহমেদ, মিম, সুনেরাহ, মাশরুর ইনান, এবিএম সুমন, অমিত সিনহার। যারা ‘অন্তর্জাল’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন।

দীপংকর দীপন পরিচালিত এ ছবিটি আগামী কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে। প্রযুক্তির উৎকর্ষে আগামীর যুদ্ধটা হবে সাইবারে। সেক্ষেত্রে দেশের যোদ্ধারা কতটা প্রস্তুত? এই ভাবনা থেকে নির্মিত হয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার ছবি ‘অন্তর্জাল’। পরিচালক দীপন জানান, আগামী কোরবানির ঈদে ‘অন্তর্জাল’ আসবে চূড়ান্ত। এ মাসের মধ্যে সেন্সর হবে ‘অন্তর্জাল’র।

চরিত্রগুলো মানানসই করতে সিয়াম, মিম, সুমন, সুনেরাহ, সুমন দীর্ঘসময় দিয়েছেন। দীপন জানান, তাদের পারফর্মে তিনি রীতিমত মুগ্ধ। এ ছবিতে সিয়াম একজন ফ্রিল্যান্সার  প্রোগ্রামারের চরিত্রে অভিনয় করেন।মিম আসছেন সাইবার সিকিউরিটি অফিসারের চরিত্রে। সুনেরাহকে রোবট বানাতে দেখা যাবে। পাশা এবিএম সুমনকে সাইবার সিকিউরিটি অফিসারের মতো সিভিল পোশাকে দেখা যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 4 =