‘অপারেশন সুন্দরবন’র জমকালো প্রিমিয়ার

মুক্তির অপেক্ষায় ‘অপারেশন সুন্দরবন’। ২৩ সেপ্টেম্বর সারাদেশে সিনেমা হলে এটি মুক্তি পাবে। এ উপলক্ষে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বিশেষ শোয়ের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার।

আরও ছিলেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজীর আহমেদ, র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ বিনোদন জগতের আরও অনেকে। অনুষ্ঠানে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পরিচালক দীপংকর দীপন, নায়ক রোশান, রিয়াজ, মনোজ, দর্শনা বণিকসহ অন্যান্য কলাকুশলীরাও ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শ্রাবণ্য তৌহিদা।

গত ৮ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ছবির পোস্টার প্রকাশ হয়। এর আগে কক্সবাজারের লাবনী বিচে প্রকাশ হয় সিনেমাটির ট্রেইলার। র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। র‌্যাব কো-অপারেটিভ সোসাইটি প্রযোজিত সিনেমাটি পরিবেশনা করছে শাপলা মিডিয়া।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 + 18 =