অপূর্ব আবার বিয়ে করছেন 

বছর খানেক একা থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন টিভি দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় নায়ক জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রীর নাম শাম্মা দেওয়ান, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।

শোনা যাচ্ছিল, মঙ্গলবার অপূর্ব-শাম্মার গায়েহলুদ সম্পন্ন হয়েছে ও বুধবার তাদের বিয়ে। তবে সংবাদমাধ্যমকে ‘বড় ছেলে’ অভিনেতা বলেন, বৃহস্পতিবারই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

একেবারেই পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ের উদ্যোগ বলে জানান অভিনেতা।

অপূর্ব জানান, ২ সেপ্টেম্বর রাতে বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে রাজধানীর একটি রেস্তোরাঁয়। যেখানে তার পরিবারের সদস্যরাসহ পাত্র-পাত্রীর নিকটজনরা থাকছেন। বড় আয়োজনের ইচ্ছা থাকলেও করোনার কারণে সেই পরিকল্পনা বাদ দিয়েছেন।

এক যুগ আগে টিভি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেন অপূর্ব। কিন্তু বিয়ের কিছুদিন পর সে সংসার ভেঙে যায়। এরপর তিনি নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। গত বছর অপূর্ব ও অদিতি তাদের নয় বছরের সংসারের ইতি টানেন। তাদের দুজনের আয়াশ নামে এক সন্তান রয়েছে।

এ দিকে আরও জানা যাচ্ছে, শ্যাম্মার আগের সংসারে বিচ্ছেদ হওয়ার অনেক দিন একা ছিলেন। সেখানে তার তেরো বছর বয়সী এক ছেলে রয়েছে।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × four =