অবন্তী সিঁথির নতুন গান ‘সুর সাগরের তীরে’

গায়িকা অবন্তী সিঁথির কণ্ঠে নতুন গান প্রকাশিত হয়েছে। যার শিরোনাম ‘সুর সাগরের তীরে’। গানটির কথা লিখেছেন বৈশাখী টিভির হেড অব প্রোগ্রাম, রম্য লেখক ও অভিনেতা আহসান কবির। সুর ও সংগীত পরিচালনা করেছেন জিয়াউল হাসান পিয়াল।

গায়িকা অবন্তী সিঁথি বলেন, ‘সব মিলিয়ে খুব দারুণ একটা গান হয়েছে এটি। আমার গান যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।’  ‘সুর সাগরের তীরে’ মুক্তি পেয়েছে উর্বশী গানের সিঁড়ির ব্যানারে।

গীতিকার আহসান কবির বলেন, ২০১৭ সালে এটি প্রথম কবিতা আকারে লিখেছিলাম।  যা পূর্ণতা পায় পরের বছর। এটা আসলে কবি হেলাল হাফিজ প্রভাবিত একটা গান। কবি হেলাল হাফিজের জনপ্রিয় লাইন-‘আর না হলে যত্ন করে ভুলেই যেও’ এর প্রভাব আছে গানে। গানের শেষ অংশ ভিন্নরকম। গানের রীতি অনুযায়ী মুখ বা ব্রিজ লাইনে এসে গানটা শেষ হয় না। শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − 10 =