অবন্তী সিঁথির প্রথম হিন্দি গান

মৌলিক গানের পাশাপাশি বেশ কিছু হিন্দি গানের কাভার করেছেন অবন্তী সিঁথি। এবার তিনি নিয়ে এলেন মৌলিক হিন্দি গান। অবন্তী সিঁথির প্রথম হিন্দি গানের শিরোনাম ‘মেহসুস দিল কো’। এতে অবন্তীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন আর জয়। তাপসের সঙ্গে যৌথভাবে সুর করেছেন জয়, সংগীতায়োজনও তাঁর। গানের কথাও যৌথভাবে লিখেছেন তাপস ও প্রমোদ সেতি। গানের ভিডিওতে জয়ের সঙ্গে দেখা গেছে অবন্তী সিঁথিকে। গত শুক্রবার আর জয় অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হিন্দি গানটি।

মুম্বাইয়ে গান গাওয়ার পাশাপাশি সুরকার ও সংগীতায়োজক হিসেবে নিয়মিত কাজ করছেন আর জয়। এবারই প্রথম বাংলাদেশের কোনো শিল্পীর সঙ্গে গান করলেন তিনি। অবন্তী সিঁথি জানান, দীপাবলি উৎসবটি আরও বর্ণিল করে তুলতে ভিন্ন স্বাদের এই আয়োজন। এ দেশে অনেক হিন্দি গানের অনুরাগী আছেন, তাঁদের পাশাপাশি অন্যদেরও গানটি ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন এই শিল্পী।

অবন্তী সিঁথি বলেন, ‘আগে অনেক হিন্দি গান কাভার করেছি, এবার প্রথম একটি মৌলিক হিন্দি গান করলাম। এত সুন্দর একটি গানের অংশ হতে পেরে ভালো লাগছে। গানটির কথা ও সুর মনে দাগ কাটার মতো। যাঁরা আমার গান শোনেন, এটিও তাঁদের ভালো লাগবে বলে আশা করছি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − 18 =