অবশেষে ‘আদম’ মুক্তি পেতে যাচ্ছে

দীর্ঘ অপেক্ষার পর ‘আদম’ সিনেমাটির ফাস্ট লুক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে মিললো মুক্তির পূর্বাভাস। বুধবার (১ মার্চ) সন্ধ্যায় সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ হয়। এ বিষয়ে নির্মাতা জানান, ‘আদম’ সিনেমার যাবতীয় কাজ শেষ। ইতোমধ্যে মধ্যে সেন্সর বোর্ড থেকে সিনেমাটি ছাড়পত্র পেয়েছে। সবকিছু গুছিয়ে শিগগিরই এটি মুক্তি দেওয়া হবে।

‘আদম’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। নির্মাতা আবু তাওহীদ হিরণের প্রথমবার নির্মাণ করেছেন সিনেমা ‘আদম’। ২০১৮ সালের শেষের দিকে মংলা, সুন্দরবন, ময়মনসিংহ, জামালপুর  ও কুয়াকাটায় হয়েছিল সিনেমাটির শুটিং।

আশির দশকের গ্রামীণ জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি। ইয়াশ ও ঐশী ছাড়াও  এতে আরো অভিনয় করেছেন রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য এবং রাইসুল ইসলাম আসাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 − 6 =