অবশেষে রিয়েলির ‘মেকআপ’ ছবির মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারি

দীর্ঘ প্রতিক্ষার পর অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমা আগামী ১০ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে। এতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলি। এ ছাড়াও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান। সিনেমাতে পরোক্ষভাবে ঢালিউডের এক তারকার অপ্রকাশ্য জীবনের কদর্য দিক যেমনি তুলে ধরা হয়েছে, তেমনি উঠে এসেছে তারকাখ্যাতি পেতে একজন নায়িকার সংগ্রামী জীবনের গল্প। আর ভুলে যাওয়া অতীত। ইতিমধ্যে সিনেমার একটি গান প্রকাশ্যে এসেছে। গানটি রামুজি ফিল্ম সিটির ‘বাহুবলী’ সিনেমার সেটে চিত্রায়িত। যে কারণে ‘মেকআপ’ সিনেমাটি ঘিরে প্রদর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা রয়েছে। টিজার প্রকাশ্যে আসতেই পর্দায় নবাগত রিয়েলির অনন্য রূপছটায় পরিণত ছাপ সকলের কাছে প্রশংসা কুঁড়িয়েছে।

নিজের প্রথম সিনেমা প্রসঙ্গে রিয়েলি বলেন, এটা একটা পিউর রোমান্টিক গল্পে নির্মিত। একটা সাধারণ মেয়ে কীভাবে সুপারস্টার হয়ে যায় এবং মাঝপথের বিভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। তার স্টারডম ধরে রাখার জন্য সে যে পরিশ্রম করে এগুলো মনে হয় আমি এখান থেকেই শিখেছি। আর আমার দুই কো-আর্টিস্ট তারিক আনাম এবং জিয়াউল রোশান চমৎকার অভিনয় করেছেন। তিনি আরও বলেন, এই সিনেমাটি আমার প্রথম সিনেমা। পরিচালক চেয়েছিলেন এই সিনেমার জন্য একটা নতুন মুখ। সেখান থেকেই তিনি আমাকে বাছাই করেন। গল্পটা শোনার পর আমারও খুব ভালো লাগে। আমিও চাচ্ছিলাম আমার শুরুটা এমন একটা ভালো গল্প দিয়ে হোক।

পরিচালক অনন্য মামুন বলেন, সিনেমাটি প্রথমে মুক্তি পেতে সমস্যা হয়েছিল ৫ আগস্টের আগে যারা সেন্সর বোর্ডে ছিলেন তাদের একজনের ব্যক্তিগত কারণে। পরেরবার সিনেমাটি নিয়ে কিছু সমস্যার কথা বলা হয়েছিল। আমরা সেইমতো চেষ্টা করেছি। অবশেষে এটি মুক্তির অনুমতি পায়।

এদিকে সিনেমার গল্পে হালের এক তারকা অভিনেতার জীবনের বাস্তবতা ফুটে উঠেছে। কানাঘুষা চলছে সিনেমাতে শাকিবের জীবনটাই কৌশলে অনন্য মামুন তুলে ধরেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 − two =