অবিবাহিত শ্রীলীলা ২১ বছরে মা  হয়েছেন

অবিবাহিত হলেও ব্যক্তিগত জীবনে শ্রীলীলার গল্প অনেকটাই আলাদা। মাত্র ২১ বছর বয়সে দুই কন্যা শিশু দত্তক নিয়ে প্রথমবার মা হন অভিনেত্রী। যদিও দত্তক নেওয়ার বিষয়টি দীর্ঘদিন আড়ালেই রেখেছিলেন তিনি।

শ্রীলীলা জানান, ‘এই সিদ্ধান্তের নেপথ্যে ছিল একান্ত ব্যক্তিগত অনুভূতি ও দায়িত্ববোধ। ২০১৯ সালে তার প্রথম ছবি ‘কিস’র শ্যুটিং চলাকালীন তিনি একটি অনাথ আশ্রমে যান। সেখানেই গুরু ও শোভিতা নামে দুই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুর সঙ্গে পরিচয়।’

অভিনেত্রীর কথায়, ‘প্রথম দেখাতেই তাদের প্রতি এক গভীর মায়া তৈরি হয়। মনে হয়েছিল, দত্তক নিলে এই দুই শিশুর জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হতে পারে। সেই ভাবনা থেকেই বিয়ের আগেই দুই সন্তানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।’

তবে সন্তানদের নিয়ে একসঙ্গে থাকেন না শ্রীলীলা। তিনি বলেন, ‘আমি ওদের সঙ্গে থাকি না ঠিকই কিন্তু ওদের খুব ভালভাবে যত্ন নেয়া হয়। শুরুতে আমি এই বিষয়টা কাউকে জানাইনি। পরে যে আশ্রম থেকে ওদের দত্তক নিয়েছিলাম তারাই অনুরোধ করেন বিষয়টি প্রকাশ্যে আনার জন্য। আমি এর জন্য কোনো কৃতিত্ব চাই না শুধু চাই মানুষ যেন এই উদ্যোগে অনুপ্রাণিত হয়।’

বলিউড তারকাদের বিয়ে না করে সন্তান দত্তক নেয়ার ঘটনা নতুন নয়। সুস্মিতা সেন থেকে শুরু করে রাবিনা ট্যান্ডন বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন যারা বিয়ের আগেই সন্তান দত্তক নিয়েছিলেন। ঠিক তেমনই দক্ষিণ ভারতের ২৪ বছর বয়সী অভিনেত্রী শ্রীলীলা দুই সন্তান দত্তক নিয়ে নজির গড়লেন।

‘পুষ্পা ২’ ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে ‘কিসিক’ গানে ঝড় তুলে অনুরাগীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন শ্রীলীলা। মাত্র ২৪ বছর বয়সেই অভিনয়জগতে নিজের পরিচিতি গড়ে তোলেন। আসন্ন তামিল সিনেমা ‘পরাশক্তি’তে দেখা যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 5 =