অভিনেতা আফরান নিশো জন্মদিন

বর্তমান সময়ে বাংলা নাটক, টেলিফিল্ম কিংবা সিরিজ দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। আর এই সময়েরই একজন জনপ্রিয় অভিনেতা হলো আফরান নিশো। আজ এ অভিনেতার জন্মদিন। ছোট পর্দার পরিচিত এই মুখটির প্রকৃত নাম আহম্মেদ ফজলে রাব্বি হলেও তিনি এখন আফরান নিশো নামেই সবার কাছে পরিচিত।

১৯৮০ সালে ৮ ডিসেম্বর টাঙ্গাইলে জন্ম নেন আফরান নিশো। ভূঞাপুরের শরণে তার বেড়ে ওঠা। রাজধানীর ধানমন্ডি গভ. বয়েস হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। এরপর তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন।

২০০৩ সালে বিনোদন অঙ্গনে পদার্পণ হয় নিশোর। একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করেন তিনি। সেই সময়ই আফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিজ স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য ডাকও পেয়েছেন তিনি। থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিনজার ফ্লেভারের একটি বিজ্ঞাপনচিত্রেও অংশ নিয়েছেন তিনি। এরপর গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরন মেহেদী প্রমুখ খ্যাতনামা পরিচালকের পরিচালনায় তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন।

মূলতর্ যাম্প মডেল হয়ে শোবিজজগতে আসা নিশোর। এরপর বিজ্ঞাপনে মডেলিং করে নজর কেড়েছেন সবার। ২০১২ সালে ‘তুমি দূরে দূরে থেকো না’ শিরোনামের মিউজিক ভিডিও করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর শুধু জয় করে যাওয়া। ২০০৬ সালে নির্মাতা গাজী রাকায়েতের পরিচালনায় ‘ঘরছাড়া’ নাটকে অভিনয় করেন নিশো। এই নাটকের মাধ্যমেই নাটকে অভিষেক হয় নিশোর। তারপর থেকে আঁধার ও আলো, পেন্ডুলাভ, চলো না বৃষ্টিতে ভিজি, কায়াকর, লোটাকম্বল, বিয়ে পাগল ইত্যাদি বেশ কিছু নাটকে দুর্দান্ত অভিনয় করে চিনিয়েছেন নিজেকে। সেই থেকে আজ অবধি পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন। রোমান্টিক বা বিরহের নাটকে অনেকেরই প্রথম পছন্দ নিশো। আস্থার প্রতিদান দিতে নিশোও ভুল করেন না। বলা চলে, ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন তিনি। বর্তমানে এ অভিনেতা নাটকের কাজে অনিয়মিত হয়ে পড়েছেন। মনোযোগী হয়েছেন সিনেমা ও ওটিটিতে। গত বছরের ঈদুল আজহায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় আফরান নিশোর। সিনেমাটি দিয়ে ব্যাপক সাফল্য পেয়েছেন নিশো। তারই ধারাবাহিকতায় আরও একটি নতুন সিনেমায় অভিনয় করছেন। কাজের স্বীকৃতিস্বরূপ একাধিক পুরস্কারও এসেছে তার ঝুলিতে। ‘যোগ বিয়োগ’ ও ‘বুকের বাঁ পাশে’ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য ‘শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পী’ হিসেবে তিনি মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড জিতেছেন দুবার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − 8 =