অভিনেতা এফ এস নাঈমের জন্মদিন আজ

এফ এস নাঈম জন্মগ্রহণ করেন ঢাকায়। পৈতৃকি নিবাস ঢাকার শাজাহানপুরে। তার বাবার নাম আব্দুল ওয়াদুদ ও মা নাসিমা ওয়াদুদ। দুই ভাইবোনের মধ্যে ছোট বোনের নাম নাদিয়া ওয়াদুদ। নাঈম মাধ্যমিক পাশ করেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে। উচ্চমাধ্যমিক পাশ করেন কোডা থেকে। পরবর্তীতে তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেন।

নাটকে অভিনয়ে নিয়মিতই এখন এফ এস নাঈম। বহুমাত্রিক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে করে নাঈম নির্মাতাদের কাছেও বেশ প্রিয় হয়ে উঠেছেন। যে কারণে একই ঘরানার চরিত্রে নয় বরং ভিন্নধর্মী চরিত্রগুলোতে তাকে হরহামেশাই এখন অভিনয়ে দেখা যায়। অবশ্য নাঈম নিজেও এখন নাটকে অভিনয়ের ব্যাপারে ভীষণ চুজি। চরিত্র এবং পুরো নাটকের গল্প ভাল লাগলেই নাঈম অভিনয় করছেন নাটকে। এই সময়ে নাঈম আফসানা মিমি’র নির্দেশনায় বাংলাদেশ টেলিভিশনের জন্য ‘শায়ানকাল’ নামের একটি ধারাবাহিক নাটকের প্রথম লটের কাজ শেষ করেছেন। এই ধারাবাহিকটি নিয়ে নাঈম খুব আশাবাদী। আফসানা মিমি’র নির্দেশনায় কাজ করতে পারাটার মধ্যে নাঈমের নিজের মধ্যে ভীষণ ভাল লাগা কাজ করছে। এদিকে এরইমধ্যে নাঈম নতুন আরও একটি ধারাবাহিক নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘হাওয়াই মিঠাই’ ধারাবাহিকের কাজ শুরু করতে যাচ্ছেন। এই ধারাবাহিকটি নিয়েও খুব আশাবাদী নাঈম। এদিকে নাঈম ও নাদিয়া মিম এরইমধ্যে শেষ করেছেন খণ্ড নাটক ‘যদি বড় হতে চাও’র কাজ। এতে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও মাহা। এর আগে নাঈম ও মিম বেশকিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘প্রিয়ন্তী’, ‘রোদেলা বৃষ্টি’, ‘পরম্পরা’, ‘মুখের দিকে দেখি’, ‘মধ্যবিত্ত’ ইত্যাদি বিশেষত উল্লেখযোগ্য। এদিকে নাঈমের আজ জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে নাঈম বলেন, ‘মনটা এমনিতেই ভীষণ খারাপ। কারণ গেল ২৭ নবেম্বর আমাদের পরম শ্রদ্ধেয় কিংবদন্তি অভিনেতা আলী যাকের স্যার ইন্তেকাল করেছেন। পুরো পরিবেশটাই আসলে এখন ভীষণ ভারি হয়ে আছে। কেমন জানি লাগছে চারপাশটা। তাই এমন পরিবেশে জন্মদিন নিয়ে কোনই পরিকল্পনা নেই। বাসাতেই থাকব। নাদিয়ারও গতকাল মানিকগঞ্জ শূটিং ছিল। কিন্তু নাদিয়াও আজ কোন শূটিং করবে না। বাবা মাকে সময় দেব। আর পারিবারিকভাবে কিছু ঘরোয়া আয়োজন তো থাকেই, তাতে অংশ নেব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 − 9 =