অভিনেত্রীদের জোর করে দেহ ব্যবসা করাতেন মনি মোহন

নতুন ও উঠতি অভিনেত্রীদের নবাগত অভিনেত্রীদের জোরপূর্বক দেহ ব্যবসা করানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় অভিনেত্রী আনুশকা মনি মোহন দাস।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের থানে জেলা থেকে গ্রেপ্তার করা হয় ৪১ বছর বয়সী এই অভিনেত্রীকে।খবর ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

গোপন সূত্রে তথ্য পাওয়ার পর, পুলিশ দুইজন ছদ্মবেশী গ্রাহক পাঠায় অভিযুক্ত আনুশকা মনি মোহন দাসের সঙ্গে যোগাযোগ করার জন্য।

বুধবার (৩ সেপ্টেম্বর) এ অভিনেত্রী তাদের মুম্বাই-আহমেদাবাদ হাইওয়ের কাছিমীরা এলাকার একটি মলে দেখা করতে বলেন।

এ বিষয়ে মীরা-ভায়ান্দার, বাসাই-ভিরার পুলিশের সহকারী কমিশনার মদন বল্লাল বলেন, আমাদের টিম ওই জায়গায় অভিযান চালায়। ছদ্মবেশী গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার সময়ে আনুশকা মনি মোহন দাসকে হাতেনাতে ধরে ফেলে। আমরা আরো দুজন নারীকে উদ্ধার করেছি, যারা টিভি সিরিয়াল এবং বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন।

উদ্ধার হওয়া এই দুই অভিনেত্রীকে নিরাপদ একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে, যেখানে তারা শারীরিক ও মানসিক সহায়তা পাচ্ছেন। এই অপরাধ চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে বলেও জানিয়েছেন বল্লাল।

ভারতীয় দণ্ডবিধির ১৪৩(৩) ধারা অনুযায়ী মানব পাচারের মামলা দায়ের হয়েছে। পাশাপাশি অনৈতিক দেহব্যবসা প্রতিরোধ আইনের ধারাও রয়েছে। সানি সিং, মিকা সিং, উদিত নারায়ণের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন আনুশকা। বাংলা ভাষার ‘লোফার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × one =