অভিনেত্রী অরুণা বিশ্বাসের জন্মদিন আজ

কিংবদন্তি অভিনেত্রী অরুণা বিশ্বাসের জন্মদিন আজ (১ আগস্ট)। বয়স তার কাছে কেবল সংখ্যা মাত্র। বর্তমানে অভিনয়ে সরব না থাকলেও নির্মাণের  সঙ্গে যুক্ত তিনি। নিয়মিত নাটক নির্মাণের পাশপাশি তিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার তৈরি করা প্রথম চলচ্চিত্র ‘অসম্ভব’ ।

গুণী এই শিল্পী ১৯৮৪ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘চাপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। সেই থেকে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শক মন জয় করেন।

তিনি প্রখ্যাত যাত্রাশিল্পী অমলেন্দু বিশ্বাস ও জ্যোৎসনা বিশ্বাসের মেয়ে। সমৃদ্ধ সংস্কৃতি পরিবারে জন্ম নেয়া অরুণা পড়াশোনা করেছেন ভারতেশ্বরী হোমসে। নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও চিত্রনায়িকা হিসেবেই খ্যাতি অর্জন করেন।

প্রসঙ্গত, তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুর্নাম, সম্মান, কৈফিয়ত, দংশন, চরম আঘাত, বন্ধু বেঈমান, হাঙ্গর নদী গ্রেনেড, প্রেম শক্তি। এছাড়া আরও বহু সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − eleven =