অভিনেত্রী ও নৃত্যশিল্পী শায়লা সাবির জন্মদিন আজ

শায়লা সাবি মিডিয়ায় আসেন চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২ রিয়েলিটি শো-র মাধ্যমে। এই প্রতিযোগিতায় তিনি সেরা পাঁচে অবস্থান করেন। পরবর্তীতে তিনি টিভি নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপন ইত্যাদিতে অভিনয় করেন। সেরা নাচিয়ে প্রতিযোগিতায় একজন বিচারক ছিলেন নায়ক ফেরদৌস। তিনি সাবিকে তার সাথে অভিনয়ের প্রস্তাব দেন। পরবর্তীতে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘প্রিয়া তুমি সুখী হও’ চলচ্চিত্রের মাধ্যমে সাবি চলচ্চিত্রে পদার্পন করেন।

২০১৪ সালে গীতালী হাসানের ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তার নায়ক ছিলেন ফেরদৌস। এরপর আকরাম খানের ‘ঘাসফুল’ এবং সায়মন তারিকের ‘ক্রাইম রোড’ ছবিতে অভিনয় করেন তিনি। এরপর হঠাৎ বিয়ে করেন এই অভিনেত্রী। এক বছর আগে কন্যাসন্তানের মা হন শায়লা সাবি। এবার দুই বছরের বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। ফিরেই কাজ করেছেন মোশাররফ করিম, তাহসান, আফরান নিশো, জোভান ও ইরফান সাজ্জাদের সঙ্গে।এরই মধ্যে শ্রাবণী ফেরদৌসের পরিচালনায় ‘অন্যরকম ভালোবাসা’ নাটকে কাজ করেছেন তিনি। তার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। এছাড়া এরপর মাবরুর রশীদ বান্নাহর ‘মেমোরিজ-কল্পতরুর গল্প’ নাটকে কাজ করেছেন। এতে তার বিপরীতে আছেন তাহসান খান। একই নির্মাতার ‘মনিরুলসাহেবের বুয়াপ্রীতি’ নাটকেও মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধেছেন। গেল সপ্তাহে ফারহান আহমেদ জোভানের বিপরীতে ‘জুতোর দোকানদার’ নামের নাটকে কাজও শেষ করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 − six =