তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম এই মামলাটি করেন।
মামলায় অভিযোগ তোলা হয়, অ্যাপোনিয়া ফ্যাশন হাউস থেকে শাড়ি নিয়ে প্রচারণা করার কথা থাকলেও তা না করে যোগাযোগ বন্ধ করে দেন তিশা, এমনকি শাড়িটির মূল্যও পরিশোধ করেননি তিনি। শাড়িটির দাম ২৮ হাজার ৮০০ টাকা।
গত ২২ অক্টোবর তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠায় অ্যাপোনিয়া কর্তৃপক্ষ। নোটিশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ওই নারী উদ্যোক্তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচারের জন্য তিশাকে ক্ষমা চাইতে বলা হয়, তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নোটিশের জবাব দেননি তিশা। তাই প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি।
বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার মামলার তথ্য নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।