অভিনেত্রী সোহানা সাবার জন্মদিন আজ

অভিনেত্রী এবং মডেল সোহানা সাবার জন্মদিন আজ। ১৯৮৬ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। একাধারে তিনি ছোট এবং বড় পর্দায় জনপ্রিয় তারকা।

সোহানা সাবা তার শিক্ষাজীবন শুরু করেন আজিমপুর লেডিস ক্লাব কিন্ডার গার্ডেনে। তার পরে ঢাকা ল্যাবরেটরি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৯২ সালে ঢাকা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন সাবা। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন বিভাগে স্নাতক শেষ করেন অভিনেত্রী।

সোহানা সাবা তার বাবা মায়ের হাত ধরেই মিডিয়া জগতে আসেন। তিনি বাবুল একাডেমি থেকে নাচ এবং ছায়ানট থেকে অভিনয়ে প্রশিক্ষণ নেন। সোহানা সাবা ক্যারিয়ার শুরু করেন নাচের মাধ্যমে। কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পথচলা শুরু তার। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। এর মধ্যে শেষ করেছেন ‘মানিকের লাল কাঁকড়া’র কাজ। সিনেমাটি নির্মাণ করছেন দেশবরেণ্য নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় সাবার বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনকাহিনী নিয়ে লেখা আনজীর লিটনের কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে মানিকের লাল কাঁকড়া। ফেরদৌস এ সিনেমায় লেখকের চরিত্রে অভিনয় করছেন। আর সোহানা সাবাকে দেখা যাবে কণ্ঠশিল্পীর চরিত্রে। তাদের চরিত্র দুটির নাম মুহিত ও ঝর্ণা কাজী।

তার অভিনিত সিনেমার মধ্যে রয়েছে- ‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’, ‘ষড়রিপু’, ‘আব্বাস’।

সাবা সংসার জীবনে পরিচালক মুরাদ পারভেজকে বিয়ে করেছিলেন। ২০১৪ সালের ১৮ অক্টোবর তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। এরই পরের বছর ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 4 =