অমিত হাসানের জন্মদিন আজ

১৯৮৬ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সম্পৃক্ত হন। ১৯৯০ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘চেতনা’। সিনেমাটি পরিচালনা করেন ছটকু আহমেদ। একক নায়ক হিসেবে তিনি প্রথম অভিনয় করেন মনোয়ার খোকনের ‘জ্যোতি’ চলচ্চিত্রে।

এরপর তিনি উপহার দিয়েছেন ‘প্রেমের সমাধি’, ‘শেষ ঠিকানা’, ‘জিদ্দী’, ‘বিদ্রোহী প্রেমিক’, ‘তুমি শুধু তুমি’, ‘বাবা কেন চাকর’, ‘রঙিন উজান ভাটি’, ‘ভালবাসার ঘর’র মতো জনপ্রিয় সব চলচ্চিত্র। একটা সময় এসে তিনি খল-অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন। খল-অভিনেতা হিসেবে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। প্রযোজক হিসেবেও সফল। বলছি নায়ক থেকে খলনায়ক তকমা পাওয়া অমিত হাসানের কথা।

১৯৬৮ সালের আজকের এই দিনে (৯ সেপ্টেম্বর) টাঙ্গাইলের আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। রাত বারোটার পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছেন অমিত হাসান। বর্তমানে এ অভিনেতার হাতে রয়েছে বেশকিছু সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি চলচ্চিত্র।

অমিত হাসান ২০০৮ সালে প্রযোজকের খাতায় নাম লেখান এবং টেলিভিউ নামে একটি প্রযোজনা সংস্থা চালু করেন। এই সংস্থা থেকে তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘কে আপন কে পর’। সর্বশেষ প্রযোজিত শাহীন-সুমন পরিচালিত চলচ্চিত্রটি ২০১১ সালে মুক্তি পায়। তারপর আর প্রযোজনায় দেখা যায়নি তাকে। অর্ধশত কবিতা আর বেশ কয়েকটি গল্পও লিখেছেন তিনি। বর্তমানে অভিনয় ঘিরেই তার সকল ব্যস্ততা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen + 15 =