অর্জুন-মালাইকার ব্রেকআপ!

বলিউডে বছরজুড়েই সম্পর্কের ভাঙা-গড়া নিয়ে আলোচনায় থাকেন তারকারা। সম্প্রতি ১৫ বছরের ছোট প্রেমিক রোহমান শলের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। এবার গুঞ্জন উঠেছে, অর্জুন কাপুর ও মালাইকা আরোরার ব্রেকআপ নিয়ে।

 

বুধবার (১২ জানুয়ারি) বিকাল থেকেই বি টাউনে অর্জুন-মালাইকাকে নিয়ে কানাঘুষা শুরু হয়। প্রায় ছয় দিন নাকি বাড়ি থেকে বের হচ্ছেন না মালাইকা। নিজের প্রিয় পোষ্যকে নিয়ে বাড়িতেই থাকছেন। এমনকি ‘মুন্নি বদনাম’ গানখ্যাত এই অভিনেত্রীর বাড়ির কাছে অর্জুনের চাচাতো বোন রিয়ার বাড়ি। সেখানে নৈশভোজের নিমন্ত্রণে গিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু সেখানে দেখা যায়নি মালাইকাকে। এরপর থেকেই তাদের ব্রেকআপের গুঞ্জন চাউর হয়।

 

 

তবে শুরুতেই সকল জল্পনার অবসান ঘটিয়েছেন অর্জুন। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে মালাইকাকে জড়িয়ে একটি মিরর সেলফি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘এখন গুজব ছড়ানোর সময় নয়। সাবধানে থাকুন। ভালো থাকুন। মানুষের জন্য ভালো কিছু ভাবুন। সবাইকে ভালোবাসা।’

 

২০১৯ সালে তাদের সম্পর্কের কথা প্রথম জানান অর্জুন ও মালাইকা। এরপর প্রায়ই বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যায়। তাদের বাগদান-বিয়ের খবর বহুবার চাউর হয়েছে। যদিও সেসব গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে মালাইকার জবাব, ‘এখনো বিয়ের সিদ্ধান্ত নিইনি। আমরা সময়টা উপভোগ করছি।’

 

রাইজিংবিডি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × two =