অর্ণবের নতুন একক গান প্রকাশ

শনিবার (৩০ জুলাই) প্রকাশ হলো অর্ণবের গান ‘বন্ধুরা সব কই’। সাজিদুল করিম দীপুর কথায় গানটির সুর-সংগীত করেছেন অর্ণব নিজেই। এতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন শুভ, রুবাইয়াত ও নাফিসা।

গানটির ভিডিও পরিচালনা করেছেন আবরার আতাহার। এর আগে এই নির্মাতা অর্ণবকে নিয়ে মিউজিক্যাল ছবি ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’ নির্মাণ করেছিলেন। গানটি নির্মাণ ও প্রচারের তত্ত্বাবধানে আছে বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক এমসিএল।

এদিকে অর্ণব এখনও ব্যস্ত সময় পার করছেন কোক স্টুডিও বাংলা নিয়ে। এই আয়োজন থেকে সংগীত পরিচালক হিসেবে এরমধ্যে অর্ণব দারুণ প্রশংসা কুড়িয়েছেন ‘নাসেক নাসেক’, ‘চিলতে রোদে’, ‘বুলবুলি’ গানগুলোর মাধ্যমে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine − 5 =