অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন। সোমবার (০৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি তার নাম ঘোষণা করে।

নোবেল কমিটি বলছে, নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। ক্লডিয়া গোল্ডিনের জন্ম ১৯৪৬ সালে নিউইয়র্কে। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক।

প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সেই হিসেবে এবারও নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় সোমবার (০২ অক্টোবর) থেকে। এবার যথাক্রমে চিকিৎসাবিজ্ঞান পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর (১৯০১ সাল) তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। পরে এতে যুক্ত হয় অর্থনীতি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seven + twelve =