অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়।

এ সময় অর্থমন্ত্রী ও ভারতের হাই কমিশনারের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ পারস্পরিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

গত ৭ জানুয়ারির ভোটে ২২৩টি আসনে জিতে টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ২০১৪-২০১৮ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহমুদ আলীকে এবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে নির্বাচনের পরদিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে অভিনন্দন জানান প্রণয় ভার্মা।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × two =