অসুস্থ হয়ে হাসপাতালে আফজাল হোসেন

আগামীকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল আফজাল হোসেনের। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় শুটিং বাতিল করেছেন বলে জানালেন সিনেমাটির নির্মাতা শিহাব শাহীন।

সোমবার সন্ধ্যায় নির্মাতা বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থেকে আমার ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই খবর পেলাম আফজাল ভাই অসুস্থ। নিউমোনিয়া সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা যাচ্ছে না।’

নিজের জীবনের গল্পে জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করছেন ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন একুশে পদকপ্রাপ্ত আফজাল হোসেন। গেল ২৭ আগস্ট অস্ট্রেলিয়াতে সিনেমাটির শুটিং শুরু হয়। টানা চারদিন শুটের পর দেশে ফিরেন নির্মাতা ও তার টিম।

ক্রাইম-থ্রিলার জনরার এই সিনেমাতে আফজাল হোসেনের মেয়ের চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। এছাড়াও আরও অভিনয় করছেন তৌসিফ মাহবুব, খায়রুল বাসার ও অস্ট্রেলিয়ান অভিনেতা জন ক্রস প্রমুখ। এটি দেখা যাবে ওটিটি প্লাটফর্ম বিঞ্জে।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − sixteen =