৯৫তম অস্কার পুরস্কার ঘোষণা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। ১২ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টায়) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল এবারের ৯৫তম আসর। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারকারা।

চলুন দেখে নিই কারা হাসলেন বিজয়ীর হাসি

সেরা চলচ্চিত্র

এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স

সেরা অভিনেতা

ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)

সেরা অভিনেত্রী

মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

সেরা পার্শ্ব-অভিনেতা

কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

সেরা পার্শ্ব-অভিনেত্রী

জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

সেরা পরিচালক

ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনেট (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

সেরা মৌলিক চিত্রনাট্য

ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনেট (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য

উইমেন টকিং (সারাহ পলি)

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র

অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র

গুইলারমো দেল তোরো’স পিনোকিও

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

দ্য এলিফ্যান্ট হুইসপার

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস

অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

সেরা মৌলিক গান

নাটু নাটু (ট্রিপল আর)

সেরা শব্দ

টপ গান: ম্যাভেরিক

সেরা চলচ্চিত্র সম্পাদনা

এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স

সেরা পোশাক পরিকল্পনা

ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve + 17 =