অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের তালে নাচতে চেয়েছিলেন রাম চরণ। প্রস্তুতও ছিলেন শতভাগ। কিন্তু তাকে নাচতে বলাই হয়নি, এমনটাই এক সাক্ষাৎকারে সম্প্রতি জানিয়েছেন অভিনেতা। চ্যানেল আই অনলাইন
অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের সঙ্গে নেচেছেন দুই পেশাদার পারফর্মার। অনেকের মনেই সেদিন প্রশ্ন উঠেছিল অস্কারের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কেন স্টেজে উঠে নাচেননি জুনিয়র এনটিআর ও রাম চরণ! সেই সময়ে অস্কার পুরস্কার অনুষ্ঠানের অন্যতম প্রযোজক রাজ জানান, দুই অভিনেতা মঞ্চে লাইভ পারফর্ম করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বলে জানিয়েছেন। কারণ হিসেবে তারা অন্যান্য পেশাদার প্রতিশ্রুতি এবং মহড়ার জন্য সীমিত সময়কে দেখিয়েছেন।’
তবে রাম চরণ জানালেন সম্পূর্ণ ভিন্ন কথা। ইন্ডিয়া টুডে-তে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি রাম চরণ বলেন, ‘আমি প্রস্তুত ছিলাম। শতভাগ প্রস্তুত ছিলাম অস্কারের মঞ্চে ডাক পাওয়ার জন্য। কিন্তু সত্যিই জানি না কী ঘটেছিল। কিন্তু এই ব্যাপারে কথা না বলি কারণ যারা নেচেছিলেন, তারা অসাধারণ ছিলেন এবং আমাদের চেয়েও ভালোভাবে কাজটি করেছেন। আমি অনেকবার নেচেছি এই গানে, অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের স্টেজে এবং বিভিন্ন সাক্ষাৎকারে। তাই আমাদের আরামে বসে শো উপভোগ করার সময় এখন…কারণ এখন আমার মনে হয়, এটা শুধু আমাদের গান নেই। এটা পুরো ভারতের গান। মানুষের গান। তারাই আমাদেরকে অস্কারের গালিচা পর্যন্ত নিয়ে গেছেন।’
৯৫ তম অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের লাইভ পারফর্ম করেন গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। গানের তালে পা মিলিয়েছেন কানাডিয়ান নৃত্যশিল্পী শিল্পী বিলি মুস্তাফা আমেরিকান-ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিয়েব।
মঞ্চে ‘নাটু নাটু’ গানের পারফরম্যান্সের আগে শিল্পীদের আহ্বান জানান দীপিকা। পারফরম্যান্স শেষে করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। ‘নাটু নাটু’ পায় স্ট্যান্ডিং ওভেশন। পারফরম্যান্সের কিছুক্ষণ পরেই অস্কার গ্রহণ করেন সংগীত পরিচালক এম এম কীরাবাণী।