অস্কার সবসময় ভারত বিদ্বেষী: কঙ্গনা

বলিউড ছাড়িয়ে এবার কঙ্গনার তোপের মুখে হলিউডও৷ সর্বোচ্চ অ্যাকাডেমিক সম্মান প্রদানকারী পুরস্কার অস্কারের দিকে আঙুল তুললেন বিজেপি নেত্রী ও অভিনেত্রী কঙ্গনা৷ অস্কার ভারত বিরোধী, সবসময়ই ভারতের নেতিবাচক দিক তুলে ধরা সিনেমাগুলোকে বাছাই করে বলে মন্তব্য করেন কঙ্গনা।

অস্কারের দৌড়ে ‘লাপাতা লেডিস’ বাদ পরে যাওয়ায় ক্ষুব্ধ কঙ্গনা৷ অস্কার নাকি ভারতের নেতিবাচক দিক তুলে ধরা সিনেমাকেই শুধু পছন্দ করে৷ যেমন স্লামডগ মিলিয়নিওর৷ ভারতের কোনো ভালো দিক তুলে ধরা সিনেমাকে পছন্দ করে না অস্কার৷ যেমন আমির খান এবং কিরণ রাও-য়ের ‘লাপাতা লেডিস’ এবং কঙ্গনা অভিনীত ‘ইমার্জেন্সি’ সিনেমা।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি৷ তিনি আরও বলেন, ‘পশ্চিমারা বেছে বেছে এমন ছবিগুলোই আমলে নেয়। সবসময় ভারতকে ভিন্ন এজেন্ডাতে নিচু করে দেখাতে পছন্দ করে তারা। তারা মনে করে, ভারতে স্বাধীনভাবে কিছুই করা যায় না। সবসময়ই সামাজিকভাবে বাঁধা আসে।’

নিজের সিনেমা ইমার্জেন্সি সম্পর্কে তিনি বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক মানের সিনেমা। কিন্তু পশ্চিমারা ভারত বর্তমানে যে স্থানে আছে তার মূল্যায়ন করতে চান না। আমি কখনোই এইসব অ্যাওয়ার্ডকে গুরুত্ব দেই না। এমনকি ভারতেও কোনো অ্যাওয়ার্ডও আমাকে টানে না। অবশ্য আমি জানি, ভূরাজনীতি কীভাবে কাজ করে। তবে একজন যোগ্য নাগরিক হিসেবে এইসব পুরস্কারের প্রতি আমাদের আশা রাখা উচিত নয়।’

কঙ্গনা রানাউত বরাবরই ঠোঁটকাটা খেতাব পান৷ প্রাসঙ্গিক হোক বা অপ্রাসঙ্গিক, যে বিষয়ই তার চোখে বাঁধে, সরাসরি তা নিয়ে মন্তব্য করেন বলিউড কুইন৷ তার এ স্বভাবের শিকার হয়েছেন করন জোহর, ঋত্বিক রোশন সহ অনেকেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 1 =