অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের যুগশ্রেষ্ঠ শিল্পী কণা

দিলশাদ নাহার কণা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী। বিগত এক যুগে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে গান দিয়ে কণার অবদানের স্বীকৃতি স্বরূপ কণাকে যুগশ্রেষ্ঠ শিল্পী হিসেবে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড। গেলো সোমবার সন্ধ্যায় এই সম্মাননা তুলে দেয়া হয় কণার হাতে।

দিলশাদ নাহার কণা বলেন, ‘যুগের সেরা শিল্পী! আমি অভিভূত, আপ্লুত। লাইফ ইজ ফুল অব সার্কেল। ধন্যবাদ আমার ভক্ত শ্রোতাদের, যারা আমাকে এতোা সময় আনন্দ নিয়ে শুনেছেন, অনুপ্রেরনা দিয়েছেন। আমিও চেষ্টা করেছি বরাবরই নিজেকে ছাপিয়ে নতুন কিছু করার। আরও অনেক পথ আপনাদের সঙ্গে নিয়ে হাঁটতে চাই। গত এক যুগ আসলেই আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লম্বা স্ট্রাগল পেরিয়ে নিজেকে একটু একটু করে মেলে ধরার এক যুগ। বেশকিছু গান শ্রোতারা আপন করে নিয়েছেন। ধন্যবাদ বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডকে আমার এক যুগের জার্নিকে মূল্যায়ন করার জন্য।’

এদিকে আগামী ৫ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে সঙ্গীত পরিবেশন করবেন কণা। এরপর কণা দীর্ঘ এক মাসেরও বেশি সময় গান নিয়েই সফরে থাকবেন আমেরিকায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + nineteen =