অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে ব্র্যাড পিটের মামলা

হলিউডের মনোমুগ্ধকর জুটি ও প্রাক্তন দম্পতি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির চলমান আইনি লড়াইয়ে নতুন মোড় নিয়েছে। তাদের যৌথ মালিকানাধীন ফরাসি ওয়াইনারি বিক্রির অভিযোগে প্রাক্তন স্ত্রী জোলির বিরুদ্ধে মামলা করেছেন ব্র্যাড পিট।

পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটের আইনজীবীরা আদালতে নতুন কিছু নথি জমা দিয়েছেন। সেখানে জোলির দলের সঙ্গে ২০২১ সালে ওয়াইনারির নিজের অংশ বিক্রির প্রমাণ দেয়া হয়েছে যে ওয়াইনারিটি প্রাক্তন দম্পতির সহ-মালিকানাধীন ছিল।

নথিগুলোর মধ্যে একটি ছিল ২০২৩ সালের নভেম্বরে লেখা এক ইমেইলের কপি যেখানে অ্যাঞ্জেলিনা জোলির আইনজীবীরা ব্র্যাড পিটের দায়ের করা মামলার জবাব দেন। যা কোটি ডলারের ক্ষতিপূরণের দাবি নিয়ে করা হয়েছিল।

জোলির আইনজীবীরা লেখেন, ‘যে কোনো নথি প্রস্তুতের ঝামেলা আসলে মি. পিটের নিজের তৈরি। তিনি মিস জোলির বিরুদ্ধে ৩৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণের মামলা করেছেন। ফলে এই ক্ষতির প্রমাণ দেখাতে যে নথি প্রয়োজন তার খরচও তাকেই বহন করতে হবে।’

জোলির আইনজীবী আরও অভিযোগ করেন, পিট ফরাসি ওয়াইনারি মিরাভালের চলমান কার্যক্রমের ক্ষতির অভিযোগে অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন। ব্যক্তিগত অসদাচরণ গোপন রাখতে তিনি যে চার বছরের এনডিএ (গোপনীয়তা চুক্তি) করেছিলেন তার প্রয়োজনীয়তা প্রমাণ করতে কোনো নথি জমা দেননি।

পিট প্রথম ২০২২ সালে জোলির বিরুদ্ধে মামলা করেন। দাবি করেন যে তিনি তার সম্মতি ছাড়াই ওয়াইনারি থেকে তার শেয়ার বিক্রি করে তাদের চুক্তি লঙ্ঘন করেছেন। এরপর থেকে আইনি লড়াই দীর্ঘায়িত হয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ এনেছেন। মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের ছয় সন্তান রয়েছে। তারা ১২ বছর একসঙ্গে থাকার পর ২০১৬ সালে আলাদা হয়ে যান। তাদের বিবাহবিচ্ছেদ ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 2 =